দেওয়ানহাটের কবুতর

সপ্তাহের সোম ও বৃহস্পতিবার দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত শত শত ক্রেতা-বিক্রেতার সমাগম হয় এই হাটে। শত টাকা থেকে শুরু করে কয়েক হাজার টাকার দেশি-বিদেশি কবুতর বেচাকেনা হয়। কেউ শখের বসে কবুতর পালন করেন, আবার কেউ ব্যবসায় লাভের আশায় কবুতর লালন-পালন করেন। বিভিন্ন প্রজাতির কবুতরের মধ্যে দেশি গোলা, বাঘা, গিরিবাজ পাকিস্তানি টেডি, রেড চেকার, রেসার, মুসালদম, সিরাজি, কিং, লক্ষা, ময়ূরপঙ্খী, জ্যাকোবিন, ফ্যানটেল, লং ফেস উল্লেখযোগ্য। ছবিগুলো চট্টগ্রামের দেওয়ানহাট থেকে তোলা।
বিক্রির ফাঁকে মজা করছেন একজন বিক্রেতা
বিক্রির ফাঁকে মজা করছেন একজন বিক্রেতা
খাঁচা ছাড়া কাগজের বাক্সে করেও কবুতর বহন করা হয়
বাজারে ক্রেতাদের ভিড়
কয়েকটি কবুতর কেনার পর খাঁচা হাতে আরও কবুতর দেখছেন একজন ক্রেতা
কাদা পানির মধ্যে ক্রেতা-বিক্রেতাদের ব্যস্ততা
খাঁচায় রাখা হয়েছে কবুতর। পাশের রাস্তায় চলছে যানবাহন
বিক্রির জন্য খাঁচায় কবুতর সাজিয়ে রাখা হচ্ছে
সব বয়সের ক্রেতারা আসেন এ হাটে
এক ক্রেতা অর্থ পরিশোধ করছেন
কেউ কেউ খাঁচা নিয়ে হেঁটে হেঁটে কবুতর বিক্রি করেন
কবুতরকে খাওয়ানোর জন্য বাজারে নানা রকম খাবার বিক্রি হয়
খাঁচার ভেতরে খাবার খাচ্ছে কবুতর
অনেকে কবুতরের পায়ে লাগানো রিংয়ে ফোন নম্বর, সাল ও নাম লিখে রাখেন
বাজারে বড় কবুতরের পাশাপাশি বাচ্চা কবুতরও বিক্রি হয়
জাত ভেদে কবুতরগুলো দেখতে বিভিন্ন রকমের হয়ে থাকে
খাঁচার ওপরে বসে আছে একটি কবুতর
এক খাঁচায় কয়েক প্রজাতির কবুতর
কেউ কেউ আবার বিক্রির জন্য বাজারে ডিমপাড়া কবুতর নিয়ে আসেন
যে কবুতরগুলো বিক্রি হয়নি, সেগুলো নিয়ে বাড়ি ফিরছেন বিক্রেতা
কপোত-কপোতী