রাজধানীর বঙ্গবাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডের কয়েক দিন পরই এবার আগুনে পুড়ল নিউ সুপার মার্কেট। নিউমার্কেটের পাশেই এর অবস্থান। আজ শনিবার ভোর ৫টা ৪০ মিনিটের দিকে আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস। ৯ টা ১০ মিনিটের দিকে আগুন নিয়ন্ত্রণে আসে। জীবনের ঝুঁকি নিয়ে মার্কেটের ভেতরে ঢুকে মালামাল বের করার চেষ্টা চালান ব্যবসায়ীরা। নিউ সুপার মার্কেট থেকে ছবি তুলেছেন শুভ্র কান্তি দাশ।