এবার আগুনে পুড়ল নিউ সুপার মার্কেট

রাজধানীর বঙ্গবাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডের কয়েক দিন পরই এবার আগুনে পুড়ল নিউ সুপার মার্কেট। নিউমার্কেটের পাশেই এর অবস্থান। আজ শনিবার ভোর ৫টা ৪০ মিনিটের দিকে আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস। ৯ টা ১০ মিনিটের দিকে আগুন নিয়ন্ত্রণে আসে। জীবনের ঝুঁকি নিয়ে মার্কেটের ভেতরে ঢুকে মালামাল বের করার চেষ্টা চালান ব্যবসায়ীরা। নিউ সুপার মার্কেট থেকে ছবি তুলেছেন শুভ্র কান্তি দাশ

নিউ সুপার মার্কেটে ধোঁয়ার কুণ্ডলী।
নিউ সুপার মার্কেটে ধোঁয়ার কুণ্ডলী।
আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিস। সেখানে ফায়ার সার্ভিসের একটি গাড়ি রাখা হয়েছে।
ধোঁয়ায় ছেয়ে গেছে চারপাশ।
সরিয়ে আনা মালপত্র।
ভেতর থেকে বের করে আনা হচ্ছে একজনকে।
অগ্নিকাণ্ডস্থলে এক নারীর আহাজারি।
আগুন নিয়ন্ত্রণের চেষ্টা চলছে।
অগ্নিকাণ্ডস্থলে একজনের আহাজারি।
আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের সঙ্গে কাজ করছে সেনা, নৌ ও বিমানবাহিনী, পুলিশ ও র‌্যাব।
আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা চলছে।
হতাশ হয়ে বসে আছেন এক নারী।
মালপত্র সরিয়ে নিচ্ছেন ব্যবসায়ীরা।
আগুন নিয়ন্ত্রণে আনতে গিয়ে ধোঁয়ায় অসুস্থ হয়ে পড়েন ফায়ার সার্ভিসের কয়েক সদস্য।