সিলেটের সীমান্তবর্তী গোয়াইনঘাট উপজেলায় অবস্থিত দেশের অন্যতম পর্যটন এলাকা জাফলং। সারা বছরই এখানে কমবেশি পর্যটকদের পদচারণায় মুখর থাকে। সিলেটে বেড়াতে আসা বেশির ভাগ মানুষজনের প্রিয় স্থানের তালিকায় জাফলং। জাফলংয়ের প্রধান আকর্ষণ মেঘালয় পাহাড়ের কোলে পিয়াইন নদ ষড়ঋতুর বিভিন্ন সময়ে ভিন্ন ভিন্ন রূপ ধারণ করে। বর্ষায় পিয়াইনে উপচেপড়া পানি থাকলেও শুকনা মৌসুমে ভিন্ন রূপ চোখে পড়ে। বসন্তের এ সময়ে জাফলংয়ে বেড়াতে আসা ভ্রমণপিপাসুরা নিতে পারেন এর আরেক রূপ।