চাতালে ধান শুকানো

হাওরাঞ্চলের ধান থেকে চাল হয় ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ উপজেলার চালকলগুলোয়। চাতালে ধান শুকিয়ে চাল তৈরি করতে ব্যস্ত সময় পার করছেন শ্রমিকেরা। অনেক পরিশ্রমের কাজ হলেও পারিশ্রমিক তেমন ভালো পান না বলে জানান তাঁরা।

উল্টিয়ে দেওয়ার জন্য ধানে মই দেওয়া হচ্ছে
উল্টিয়ে দেওয়ার জন্য ধানে মই দেওয়া হচ্ছে
ধান খাওয়ার জন্য চাতালে এসেছে কবুতর
ধান খাওয়ার জন্য চাতালে আসা কবুতর তাড়াচ্ছেন এক নারী
শুকানোর জন্য চাতালে ধান বিছিয়ে দেওয়া হয়েছে
প্রচণ্ড রোদের মধ্যে কাজ করতে হয় শ্রমিকদের
মই নিয়ে এসে মাকে সহযোগিতা করছে এক শিশু
ধান শুকানোর কাজ নারীরাই বেশি করেন
চাতালে ধান ছড়িয়ে দেওয়া হচ্ছে
শুকানোর পর বস্তায় তোলা হচ্ছে ধান
শুকানো ধান গোডাউনে নেওয়া হচ্ছে
বস্তায় ধান ভরে চাতালে কাজ করা অভিভাবকদের সাহায্য করছে শিশুরা