সরকারি চাকরিতে কোটা সংস্কারের দাবিতে সারা দেশে চলছে আন্দোলন। এর অংশ হিসেবে বিভিন্ন পাবলিক বিশ্ববিদ্যালয়, বেসরকারি বিশ্ববিদ্যালয় ও সরকারি-বেসরকারি কলেজের শিক্ষার্থীরা আজ মঙ্গলবার রাস্তায় নেমে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেন। বিভিন্ন জায়গায় ছাত্রলীগ আন্দোলনকারী শিক্ষার্থীদের ওপর হামলা চালিয়েছে। আন্দোলনে গুলির ঘটনায় পথচারী, শিক্ষার্থীসহ ছয়জনের মৃত্যু হয়।