মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন

আজ বৃহস্পতিবার ছিল দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থীদের মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন। এ উপলক্ষে সারা দেশে রিটার্নিং কর্মকর্তাদের কার্যালয়ে ছিল ভিড়। অনেক প্রার্থী আচরণবিধি লঙ্ঘন করে মনোনয়নপত্র জমা দেন। সারা দেশে মনোনয়নপত্র জমা দেওয়ার কিছু চিত্র নিয়ে এই ছবির গল্প।

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকার রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে গিয়ে নৌকা প্রতীকের প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দেন অভিনেতা ফেরদৌস আহমেদ
ছবি: সাজিদ হোসেন
ঢাকা–৬ আসনে জাতীয় পার্টি মনোনীত প্রার্থী কাজী ফিরোজ রশীদ মনোনয়নপত্র জমা দিতে আসেন দলের নেতা-কর্মীদের নিয়ে। এ সময় তাঁর পক্ষে স্লোগান দেন নেতা–কর্মীরা
ঢাকা জেলা প্রশাসকের কার্যালয়ে মনোনয়নপত্র জমা দিতে আসেন আওয়ামী লীগ নেতা কামরুল ইসলাম
ফরিদপুর–৩ আসনে স্বতন্ত্র প্রার্থী এ কে আজাদ বিপুলসংখ্যক নেতা-কর্মী সঙ্গে নিয়ে রিটার্নিং কর্মকর্তার কাছে মনোনয়নপত্র দাখিল করেন
কুষ্টিয়ায় নেতা-কর্মীদের নিয়ে দলীয় মনোনয়নপত্র জমা দেন আওয়ামী লীগ নেতা মাহাবুব উল আলম (হানিফ)।
রংপুর–১ আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দেন বিরোধীদলীয় চিফ হুইপ মসিউর রহমান রাঙ্গা। দলবল নিয়ে মনোনয়ন জমা দিতে আসেন তিনি
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে মনোনয়নপত্র দাখিলকে কেন্দ্র করে কুমিল্লার হোমনা উপজেলা আওয়ামী লীগের দুই পক্ষের উত্তেজনা। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশের অবস্থান
নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন করে সহস্রাধিক সমর্থককে নিয়ে মনোনয়নপত্র দাখিল করেন মাদারীপুর-৩ আসনে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী আবদুস সোবহান গোলাপ
পাবনা-২ আসনে মনোনয়নপত্র জমা দেন কণ্ঠশিল্পী ডলি সায়ন্তনী
সিলেট-১ আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দিয়েছেন আওয়ামী লীগ নেতা মিসবাহ উদ্দিন সিরাজ। ফেরার পথে তাঁর গাড়িবহরে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে
মিছিল নিয়ে মনোনয়নপত্র জমা দিতে যাচ্ছেন চট্টগ্রাম-১৫ আসনে স্বতন্ত্র প্রার্থী আওয়ামী লীগ নেতা এম এ মোতালেব
আওয়ামী লীগের উপদেষ্টামণ্ডলীর সদস্য তোফায়েল আহমেদ ভোলা-১ আসনে মনোনয়নপত্র জমা দেন
ব্রাহ্মণবাড়িয়া-৪ আসনে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী আইনমন্ত্রী আনিসুল হক মনোনয়নপত্র দাখিলের আগে কসবা পৌর মুক্তমঞ্চে বক্তব্য দেন
মনোনয়নপত্র জমা দিতে গিয়ে সাংবাদিকদের ওপর চড়াও হন চট্টগ্রাম–১৬ আসনের সংসদ সদস্য মোস্তাফিজুর রহমানের অনুসারীরা। ছবি: সৌরভ দাশ