ধুলায় ধূসর নগরীর সড়ক

কয়েক দিন ধরে বৃষ্টি হলেও রাজধানীর শ্যামপুরের ধলেশ্বর এলাকার এই সড়কে কমেনি ধুলার দাপট। ধুলায় যানবাহনের যাত্রী ও পথচারীদের চলাচলে দুর্ভোগের শেষ নেই। এভাবে ধুলার মধ্যে চলাচলের কারণে শিশু থেকে সব বয়সী মানুষের ঠান্ডা, কাশি, শ্বাসকষ্টসহ বিভিন্ন রোগব্যাধিতে আক্রান্ত হওয়ার ঝুঁকি বাড়ে।

এই ধুলার সড়কে প্রতিদিন এভাবে ফেরি করে জুতা বিক্রি করে শিশুটি।
এই ধুলার সড়কে প্রতিদিন এভাবে ফেরি করে জুতা বিক্রি করে শিশুটি।
ধুলার মধ্যে টেম্পোতে করে গন্তব্যে যাচ্ছেন লোকজন।
ধুলায় আচ্ছন্ন সড়কে চলছে রিকশা।
বাসা বদলের জন্য গাড়িতে করে আসবাব নিয়ে যাচ্ছে একটি পরিবার।
মোটরসাইকেলের পাশ দিয়ে ধুলা উড়িয়ে যাচ্ছে বাস।
ধুলা থেকে চোখমুখ বাঁচানোর চেষ্টায় ভ্যানচালক।
ধুলায় ধূসর হয়ে আছে চারপাশ।
ধুলার মধ্যে তাঁদের নিত্যদিনের বসবাস।