লবণশ্রমিকদের ব্যস্ততা

পবিত্র ঈদুল আজহার সময় কোরবানির চামড়া সংরক্ষণের কাজে লবণের চাহিদা বেড়ে যায়। তাই ঈদের মাসখানেক আগে থেকেই ব্যস্ততা বাড়ে লবণশ্রমিকদের। কুতুবদিয়া, মহেশখালী, বাঁশখালীসহ বিভিন্ন এলাকা থেকে আসা লবণ পরিষ্কারে কাজ করেন কয়েক শ শ্রমিক। ছবিগুলো চট্টগ্রাম নগরের আনুমাঝির ঘাট এলাকায় সম্প্রতি তোলা—  

কর্ণফুলী নদীর তীরে নোঙর করে রাখা লবণবাহী ট্রলার থেকে লবণ নামাচ্ছেন শ্রমিকেরা।
কর্ণফুলী নদীর তীরে নোঙর করে রাখা লবণবাহী ট্রলার থেকে লবণ নামাচ্ছেন শ্রমিকেরা।
ট্রলার থেকে নামিয়ে আনার পর মাপা হয় লবণ।
ট্রলার থেকে নামিয়ে আনার পর মাপা হয় লবণ।
গুদামে এভাবেই লবণ মজুত করে রাখা হয়।
হাঁটুসমান লবণাক্ত পানিতে দাঁড়িয়ে লবণ পরিষ্কার করছেন শ্রমিকেরা।
প্লাস্টিকের এই থালা দিয়ে লবণ পরিষ্কার করা হয়।
লবণাক্ত পানিতে দীর্ঘ সময় পা ডুবিয়ে কাজ করতে হয় শ্রমিকদের।
পরিষ্কার করা লবণ গুদামে জমা করে রাখছেন দুজন শ্রমিক।
লবণের বস্তা ট্রাকে তোলার কাজে ব্যস্ত শ্রমিকেরা।