পবিত্র ঈদুল আজহার সময় কোরবানির চামড়া সংরক্ষণের কাজে লবণের চাহিদা বেড়ে যায়। তাই ঈদের মাসখানেক আগে থেকেই ব্যস্ততা বাড়ে লবণশ্রমিকদের। কুতুবদিয়া, মহেশখালী, বাঁশখালীসহ বিভিন্ন এলাকা থেকে আসা লবণ পরিষ্কারে কাজ করেন কয়েক শ শ্রমিক। ছবিগুলো চট্টগ্রাম নগরের আনুমাঝির ঘাট এলাকায় সম্প্রতি তোলা—