উদ্বোধনের এক সপ্তাহ পরও ছন্নছাড়া চট্টগ্রাম আন্তর্জাতিক বাণিজ্য মেলা

চট্টগ্রাম আন্তর্জাতিক বাণিজ্য মেলা ১৫ ফেব্রুয়ারি উদ্বোধনের পর এক সপ্তাহ গেলেও এখনো জমে ওঠেনি। মেলায় এখনো বিভিন্ন স্টল, প্যাভিলিয়ন নির্মাণের কাজ চলছে। মেলা প্রাঙ্গণে এখনো দেখা যায়নি বাণিজ্য মেলার চিরচেনা ভিড়। টিকিট কেটে ভেতরে প্রবেশ করলেও মেলার অবস্থা দেখে কিছুটা হতাশ হচ্ছেন দর্শনার্থীরা। নগরের পলোগ্রাউন্ড মাঠে প্রতিবছরের মতো এ মেলা আয়োজন করেছে চট্টগ্রাম চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি। তবে এখনো পুরোদমে জমে ওঠেনি মেলা। মেলার অর্ধেকের বেশি স্টল এখনো নির্মাণাধীন।

এখনো বিশাল এলাকাজুড়ে তৈরি হয়নি কোনো স্টল
এখনো বিশাল এলাকাজুড়ে তৈরি হয়নি কোনো স্টল
একটি স্টলে লাগানো হচ্ছে কাচ
স্টলের জানালা তৈরির কাজ চলছে
সাজানো হচ্ছে মেলার মাঠ
রং করা হচ্ছে একটি স্টলে
বিক্রির জন্য একটি স্টলে সাজিয়ে রাখা হয়েছে ঘড়ি
সাজিয়ে রাখা হচ্ছে কাঠের তৈরি বিভিন্ন জিনিস
ব্যাগ দেখছেন দর্শনার্থীরা
স্টল প্রস্তুতে কাঠের কাজ করছেন দুজন শ্রমিক
সাজানো হচ্ছে কার্পেটের একটি স্টল
ঘর সাজানোর জিনিসপত্র দেখছেন এক দর্শনার্থী
মেলায় ঢুকছেন দর্শনার্থীরা