চট্টগ্রামে ডেঙ্গুতে কষ্টে শিশুরা

চট্টগ্রামের সরকারি-বেসরকারি হাসপাতালে প্রতিদিনই ভর্তি হচ্ছে ডেঙ্গু রোগী। এর মধ্যে বেশির ভাগই শিশু। এ পর্যন্ত চট্টগ্রামে ডেঙ্গুতে ৩৭ জন মারা গেছেন, এর ১৫টি শিশু। চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল এবং আগ্রাবাদ মা ও শিশু হাসপাতাল থেকে ছবিগুলো সম্প্রতি তোলা।

মোহাম্মদ আনাসের বয়স মাত্র এক বছর। আট দিন ধরে জ্বরে কাহিল শিশুটি। পানি, তরল খাবার—কিছুই মুখে তুলছে না। জ্বর না কমায় কিছুক্ষণ পরপর মাথায় জলপট্টি দিচ্ছেন মা শারমিন আক্তার। শিশু স্বাস্থ্য ওয়ার্ড, চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল।
মোহাম্মদ আনাসের বয়স মাত্র এক বছর। আট দিন ধরে জ্বরে কাহিল শিশুটি। পানি, তরল খাবার—কিছুই মুখে তুলছে না। জ্বর না কমায় কিছুক্ষণ পরপর মাথায় জলপট্টি দিচ্ছেন মা শারমিন আক্তার। শিশু স্বাস্থ্য ওয়ার্ড, চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল।
ডেঙ্গু আক্রান্ত নাতি এমদাদুল ইসলামের মাথায় হাত বুলিয়ে দিচ্ছেন দাদি আজব খাতুন। ডেঙ্গু ওয়ার্ড, আগ্রাবাদ মা ও শিশু হাসপাতাল।
ডেঙ্গু আক্রান্ত নাতি এমদাদুল ইসলামের মাথায় হাত বুলিয়ে দিচ্ছেন দাদি আজব খাতুন। ডেঙ্গু ওয়ার্ড, আগ্রাবাদ মা ও শিশু হাসপাতাল।
দুই মাস বয়সী ইয়াছিন আরাফাত ডেঙ্গুতে আক্রান্ত। কক্সবাজারের উখিয়া বালুখালী রোহিঙ্গা শিবির থেকে শিশুটিকে হাসপাতালে নিয়ে এসেছেন মা আনোয়ারা বেগম। ১৫ দিন ধরে শিশুটি হাসপাতালে ভর্তি রয়েছে। চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল।
দুই মাস বয়সী ইয়াছিন আরাফাত ডেঙ্গুতে আক্রান্ত। কক্সবাজারের উখিয়া বালুখালী রোহিঙ্গা শিবির থেকে শিশুটিকে হাসপাতালে নিয়ে এসেছেন মা আনোয়ারা বেগম। ১৫ দিন ধরে শিশুটি হাসপাতালে ভর্তি রয়েছে। চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল।
ডেঙ্গু আক্রান্ত মেয়ে সোমাইয়া আক্তারের যত্ন নিচ্ছেন মা নাছিমা আক্তার। চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল।
জ্বর ও ব্যথায় কাঁদছে ডেঙ্গুতে আক্রান্ত শিশু অভিমন্যু দে। তাকে শান্ত করার চেষ্টা করছেন মা লক্ষ্মী দে। আগ্রাবাদ মা ও শিশু হাসপাতাল।
মুনতাহা ইসলামের বয়স পাঁচ বছর। গত সোমবার সন্ধ্যায় শিশুটিকে হাসপাতালে ভর্তি করা হয়। মুনতাহার যত্ন নিচ্ছেন মামি তানজিনা আক্তার। আগ্রাবাদ মা ও শিশু হাসপাতাল।
এমদাদুল ইসলাম ও ইমতিয়াজ ইসলাম দুই ভাই। সাত দিন ধরে হাসপাতালে ভর্তি ডেঙ্গুতে আক্রান্ত এ দুই ভাই। তাদের শয্যার পাশে বসে আছেন নানি রেজিয়া বেগম। আগ্রাবাদ মা ও শিশু হাসপাতাল।
জ্বরের কারণে শরীর বেশ দুর্বল। মা লিজা আক্তারের বুকে হেলে পরে বিশ্রাম নিচ্ছে চার বছরের তানহা। চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল।
চার বছর বয়সী আবদুল রহমানের শারীরিক অবস্থার অবনতি হওয়ায় পাশে বসে এক স্বজনের সঙ্গে মুঠোফোনে কথা বলতে গিয়ে কাঁদছেন মা মুন্নি আক্তার। ৯ দিন ধরে হাসপাতালে ভর্তি আছে শিশুটি। চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল।
আট দিন ধরে ডেঙ্গু নিয়ে হাসপাতালে ভর্তি আছে আবদুল রহমান। জ্বর কমার জন্য মা মনিরা বেগম ছেলের মাথায় জলপট্টি দিয়েছেন।
হাসপাতালের কোনো শয্যাই ফাঁকা নেই। আগ্রাবাদ মা ও শিশু হাসপাতাল।