এখন হেমন্তকাল। আদতে এটি রোমান্টিক ঋতু। মনোরম আকাশ, শীতল বাতাস, মাঠে মাঠে সোনার ফসল। হালকা কুয়াশামাখা পথঘাট আর পড়ন্ত বিকেলের সূর্যের আলোয় ফসলের মাঠ–ঘাট-পথ রাঙিয়ে দেয় হেমন্ত। মিষ্টি রোদের হেমন্তের বিকেলে এই ছবিগুলো সিলেটের গোয়াইনঘাট উপজেলার সালুটিকর, তোয়াকুল, নোওয়াগাঁও ও গুরকচি এলাকা থেকে তোলা।