হেমন্তের স্নিগ্ধ বিকেল

এখন হেমন্তকাল। আদতে এটি রোমান্টিক ঋতু। মনোরম আকাশ, শীতল বাতাস, মাঠে মাঠে সোনার ফসল। হালকা কুয়াশামাখা পথঘাট আর পড়ন্ত বিকেলের সূর্যের আলোয় ফসলের মাঠ–ঘাট-পথ রাঙিয়ে দেয় হেমন্ত। মিষ্টি রোদের হেমন্তের বিকেলে এই ছবিগুলো সিলেটের গোয়াইনঘাট উপজেলার সালুটিকর, তোয়াকুল, নোওয়াগাঁও ও  গুরকচি এলাকা থেকে তোলা।

হেমন্তের মিষ্টি বিকেলে ধুলামাখা পথ ধরে বিদ্যালয় থেকে বাড়ি ফিরছে শিক্ষার্থীরা।
হেমন্তের মিষ্টি বিকেলে ধুলামাখা পথ ধরে বিদ্যালয় থেকে বাড়ি ফিরছে শিক্ষার্থীরা।
হেমন্তের বিকেলে হলদে রোদ রঙিন করেছে চারপাশ। এমন সময় বাবার কাঁধে চড়ে বাড়ি ফিরছে শিশুটি।
সূর্যের মিষ্টি আলোয় বাড়ির পাশে নিজের টমেটোখেত দেখতে এসেছেন এই ব্যক্তি।
হেমন্তের বিকেলে বাড়ির পাশে গড়ে তোলা শখের সবজিখেতে নারীরা।
শাকখেতে পানি দিচ্ছেন এক নারী।
চারপাশ রঙিন করে হেমন্তের বিকেলে সূর্য বিদায় নিচ্ছে।
এই ঋতুতে বিকেলে হাওর দেখতে যেমন।
বিকেলে পথঘাটে খেলা করে রোদের আলোছায়া।
হেমন্তে নদী-নালা-খাল-বিলের স্থির পানিতে এমন রঙিন শেওলা জমে। খাল ধরে বিকেলে নৌকায় বাড়ি ফিরছেন এক ব্যক্তি।
পাহাড়ের কোলে হাওরে হেমন্তের রূপ ঠিক এমন।