প্রবারণা পূর্ণিমার আগে এবং ভিক্ষুদের তিন মাস বর্ষাবাসের মাঝামাঝিতে পালন করা হয় মধু পূর্ণিমা। বুদ্ধকে মধু দান করার কারণে এই পূর্ণিমাকে মধু পূর্ণিমা বলা হয়। গ্রামেগঞ্জে মধু ভাত (মিষ্টি ভাত) রান্না করার প্রচলন আছে এই পূর্ণিমায়। এই দিন বৌদ্ধ ধর্মাবলম্বীরা মন্দিরে মন্দিরে বুদ্ধপূজা, সীবলী পূজা, শীল গ্রহণ, সংঘদান, মধু ও ভেষজ দান, বাতি প্রজ্বালন, ভিক্ষু সংঘকে পিণ্ডদানসহ নানা ধর্মীয় আনুষ্ঠানিকতা এবং বিশ্বশান্তির জন্য প্রার্থনা করেন। মঙ্গলবার সন্ধ্যায় চট্টগ্রাম নগরের নন্দনকানন বৌদ্ধ মন্দিরে ছবিগুলো তোলা।