মধু পূর্ণিমা পালন

প্রবারণা পূর্ণিমার আগে এবং ভিক্ষুদের তিন মাস বর্ষাবাসের মাঝামাঝিতে পালন করা হয় মধু পূর্ণিমা। বুদ্ধকে মধু দান করার কারণে এই পূর্ণিমাকে মধু পূর্ণিমা বলা হয়। গ্রামেগঞ্জে মধু ভাত (মিষ্টি ভাত) রান্না করার প্রচলন আছে এই পূর্ণিমায়। এই দিন বৌদ্ধ ধর্মাবলম্বীরা মন্দিরে মন্দিরে বুদ্ধপূজা, সীবলী পূজা, শীল গ্রহণ, সংঘদান, মধু ও ভেষজ দান, বাতি প্রজ্বালন, ভিক্ষু সংঘকে পিণ্ডদানসহ নানা ধর্মীয় আনুষ্ঠানিকতা এবং বিশ্বশান্তির জন্য প্রার্থনা করেন। মঙ্গলবার সন্ধ্যায় চট্টগ্রাম নগরের নন্দনকানন বৌদ্ধ মন্দিরে ছবিগুলো তোলা।

দল বেঁধে মোমবাতি প্রজ্বালন করেন পাহাড়ি মেয়েরা
দল বেঁধে মোমবাতি প্রজ্বালন করেন পাহাড়ি মেয়েরা
মোমবাতির আলোতে আলোকিত মন্দিরের চারপাশ
সারি বেঁধে মন্দির প্রাঙ্গণে মোমবাতি জ্বালানো হয়
বিভিন্ন দানে প্রণাম করছেন প্রার্থনায় অংশ নেওয়া লোকজন
সারি বেঁধে বসে প্রার্থনা করছেন বিভিন্ন বয়সের লোকজন
প্রার্থনারত একজন
বিভিন্ন দানের সামগ্রী নিয়ে আসেন অনেকে
মন্দিরে সাজিয়ে রাখা নৈবেদ্য
ধূপকাঠি নিয়ে প্রার্থনা করছেন এক নারী
অনেকে এই সুন্দর দৃশ্য ছবি তুলে রাখেন
মন্দিরে বিভিন্ন স্থানে রাখা বৌদ্ধ মূর্তি