বগুড়া সদরের ফতেহ আলী ও রাজার বাজার মসলার পাইকারি মোকাম হিসেবে পরিচিত। পবিত্র ঈদুল আজহার আগে দুটি বাজারেই বিভিন্ন ধরনের মসলার দাম বেড়েছে। বাজার ঘুরে দেখা গেছে, এলাচি আগের চেয়ে বেশি দামে বিক্রি হচ্ছে। অন্যান্য গরমমসলার দামও বেশ চড়া। এর ঝাঁজ লেগেছে পেঁয়াজ, রসুন ও আদার বাজারেও।