মসলার বাজার গরম

বগুড়া সদরের ফতেহ আলী ও রাজার বাজার মসলার পাইকারি মোকাম হিসেবে পরিচিত। পবিত্র ঈদুল আজহার আগে দুটি বাজারেই বিভিন্ন ধরনের মসলার দাম বেড়েছে। বাজার ঘুরে দেখা গেছে, এলাচি আগের চেয়ে বেশি দামে বিক্রি হচ্ছে। অন্যান্য গরমমসলার দামও বেশ চড়া। এর ঝাঁজ লেগেছে পেঁয়াজ, রসুন ও আদার বাজারেও।

প্রতি কেজি ছোট এলাচি ৩ হাজার ৬০০ থেকে ৩ হাজার ৮০০ টাকায় বিক্রি হচ্ছে।
 প্রতি কেজি ছোট এলাচি ৩ হাজার ৬০০ থেকে ৩ হাজার ৮০০ টাকায় বিক্রি হচ্ছে।
মানভেদে প্রতি কেজি দারুচিনি ৪০০ থেকে ৫৬০ টাকায় বিক্রি হচ্ছে।
প্রতি কেজি বচ মসলা বিক্রি হচ্ছে ৭০০ টাকায়।
৭৫০ থেকে ৮০০ টাকায় প্রতি কেজি জিরা বিক্রি হচ্ছে।
প্রতি কেজি লবঙ্গের পাইকারি দাম ১ হাজার ৬০০ থেকে ১ হাজার ৮০০ টাকা।
৮৫০ থেকে ১ হাজার ২০০ টাকায় বিক্রি হচ্ছে প্রতি কেজি কালো গোলমরিচ।
প্রতিদিন বাড়ছে পেঁয়াজের দাম। ৮৫ থেকে ৯০ টাকায় বিক্রি হচ্ছে প্রতি কেজি পেঁয়াজ।
আদার কেজি ২৫০ টাকা।
৩৪০ থেকে ৩৬০ টাকায় বিক্রি হচ্ছে এক কেজি মরিচগুঁড়া।
প্রতি কেজি হলুদগুঁড়া বিক্রি হচ্ছে ২৪০ থেকে ২৬০ টাকায়।