প্রায় ১৮ কোটি টাকা ব্যয়ে চট্টগ্রাম নগরের আগ্রাবাদ এলাকায় জাম্বুরি মাঠে নির্মাণ করা হয়েছে জাম্বুরি পার্ক। ২০১৮ সালের সেপ্টেম্বর মাসে পার্কটি উদ্বোধন করা হয়। তবে নানা অব্যবস্থাপনায় এখন পার্কের সৌন্দর্য নষ্ট হয়েছে। দর্শনার্থীও কমে গেছে। ছবিতে দেখে নিন জাম্বুরি পার্কের দশা।
পানি নেই পার্কের ফোয়ারায় শৌচাগারে জমে আছে আবর্জনার স্তূপ।তালা ঝুলছে শৌচাগারের দরজায়। পার্কের নানা জায়গায় জমেছে আবর্জনা।ফোয়ারায় জমেছে শেওলা। পাশে জমে আছে বৃষ্টির পানি। পার্কের ফটকের বাইরে মশারি টানিয়ে ঘুমাচ্ছেন একজন। পার্কের হাঁটার জায়গায় পড়ে আছে গাছের ডাল, আবর্জনা। গাছের ডাল দিয়ে বন্ধ করে রাখা হয়েছে পার্কের ফটক।