দক্ষিণ চট্টগ্রামে পরিবহন ধর্মঘটে জনভোগান্তি

দক্ষিণ চট্টগ্রাম, কক্সবাজার ও বান্দরবান জেলায় আজ বুধবার সকাল ছয়টা থেকে সন্ধ্যা ছয়টা পর্যন্ত পরিবহন ধর্মঘট শুরু হয়েছে। এতে সকাল থেকে এসব পথে গণপরিবহন চলাচল বন্ধ রয়েছে। এ কারণে যাত্রীদের ভোগান্তি পোহাতে হচ্ছে। বিআরটিএর অনুমোদন ছাড়া সাধারণ বাস দ্বিতলে রূপান্তর করে স্লিপার কোচ নাম দিয়ে চট্টগ্রাম-কক্সবাজার-টেকনাফের অপ্রশস্ত সড়কে চলাচল নিষিদ্ধ করা এবং সড়ক-মহাসড়ক-উপসড়কের দুর্ঘটনা ও প্রাণহানির জন্য দায়ী ইজিবাইক, ব্যাটারিচালিত রিকশা ও অবৈধ থ্রি-হুইলার, সিএনজিচালিত অটোরিকশা চলাচল নিষিদ্ধ করাসহ বিভিন্ন দাবিতে এ ধর্মঘট ডাকা হয়। বাস না চলার সুযোগে সিএনজিচালিত অটোরিকশা ও বাইকের ভাড়া বেড়েছে। সাধারণ লোকজন পিকআপ, ট্রাক, সিএনজিচালিত অটোরিকশা, টমটম, ভ্যানগাড়িতে স্বল্প দূরত্বে যাওয়ার চেষ্টা করছিলেন।

বাস না চলায় যাত্রী নিতে ভিড় করেন মোটরসাইকেল চালকেরা
বাস না চলায় যাত্রী নিতে ভিড় করেন মোটরসাইকেল চালকেরা
বাস না পেয়ে অসহায়ভাবে বসে থাকেন লোকজন
শিশুদের নিয়ে বিপাকে পড়েন লোকজন
ব্যাগ নিয়ে এদিক-ওদিক ছুটতে থাকেন যাত্রীরা
মোটরসাইকেলে করে গন্তব্যে যাওয়ার চেষ্টা করেন অনেকে
বাস না পেয়ে ট্রাকে ওঠার চেষ্টা কয়েকজনের
জিনিসপত্র নিয়ে পায়ে হেঁটে যাত্রা করেন অনেকে
শিশুদের নিয়ে রোদের মধ্য দাঁড়িয়ে থাকেন লোকজন
চোখের চিকিৎসা করতে এসে ফেরার সময় বিপাকে পড়েন শিল্পী দে
বয়স্ক লোকজনদের নিয়ে বিপদে পড়তে হয় অনেককে
মিনি ট্রাকে করে যাত্রা করেন অনেকে
পায়ে হেঁটে সেতু পারাপার হন লোকজন