শিক্ষাপ্রতিষ্ঠানে বন্যার ক্ষত

এবারের বন্যায় ঘরবাড়ির পাশাপাশি ক্ষতিগ্রস্ত হয়েছে শিক্ষাপ্রতিষ্ঠানও। বন্যার পানি নামার সঙ্গে সঙ্গে বেরিয়ে আসছে ক্ষতচিহ্ন। ফেনীর কয়েকটি শিক্ষাপ্রতিষ্ঠান ঘুরে বন্যাপরবর্তী পরিস্থিতির ছবিগুলো সম্প্রতি তোলা।

উত্তর করিমপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে এখনো জমে আছে বন্যার পানি।
উত্তর করিমপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনের সড়কে জমে থাকা হাঁটুপানি ভেঙে চলাচল করছেন এলাকাবাসী।
উত্তর করিমপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শ্রেণিকক্ষে আশ্রয় নিয়েছেন বন্যাদুর্গতরা।
ফেনী সরকারি কলেজ ভবনের ভেতরে বন্যার পানি কতটা উঠেছিল, তা দেখাচ্ছেন একজন।
বন্যার পানি ঢুকে লন্ডভন্ড হয়ে গেছে ফাজিলপুর ওয়ালিয়া ফাজিল (ডিগ্রি) মাদ্রাসার শ্রেণিকক্ষ। এখন সেসব ঠিকঠাক করার কাজ চলছে।
বন্যার পানি নেমেছে। শিগগিরই শিক্ষার্থীরা শিক্ষাপ্রতিষ্ঠানে ফিরবেন। তার আগে ফেনী সরকারি কলেজের শ্রেণিকক্ষে শিক্ষার্থীদের বসার বেঞ্চ ঠিকঠাক করছেন একজন।
শিক্ষার্থীদের ফেরার আগে ফেনী সরকারি কলেজের শ্রেণিকক্ষ পরিষ্কার করা হচ্ছে।
নিলখী অধ্যক্ষ আবদুল মজিদ উচ্চবিদ্যালয়ের প্রাঙ্গণ থেকে বন্যার পানি নেমে গেছে। তবে ক্ষতচিহ্ন রয়ে গেছে।
নিলখী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রাঙ্গণ থেকে বন্যার পানি নেমে গেছে। বন্ধ বিদ্যালয়ের সামনে খেলছে দুই শিশু।