বাইসাইকেল শোভাযাত্রা

আওয়ামী লীগের ৭৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বাইসাইকেল শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে। আজ শুক্রবার সকালে রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউ থেকে ধানমন্ডি ৩২ নম্বর পর্যন্ত এ শোভাযাত্রা হয়। সুস্থ, সচল ও আধুনিক ঢাকা গড়ার লক্ষ্যে ‘সুস্থতার জন্য সাইক্লিং’ শীর্ষক এ শোভাযাত্রার আয়োজন করেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) মেয়র আতিকুল ইসলাম। শোভাযাত্রার উদ্বোধন করেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

বাইসাইকেল শোভাযাত্রার উদ্বোধন করেন দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।
সুস্থ, সচল ও আধুনিক ঢাকা গড়ার লক্ষ্যে ‘সুস্থতার জন্য সাইক্লিং’ শীর্ষক এ শোভাযাত্রা।
শিশু-কিশোরসহ সব বয়সী সাইক্লিস্টরা এ শোভাযাত্রায় অংশ নেন।
সকাল সোয়া আটটার দিকে বাইসাইকেল শোভাযাত্রা শুরু হয়।
জাতীয় সংসদ ভবনের সামনে (দক্ষিণ প্লাজা) থেকে শোভাযাত্রা শুরু হয়।
সাইকেলে জাতীয় পতাকা ও আওয়ামী লীগের পতাকা লাগিয়ে শোভাযাত্রায় অংশগ্রহণ করেন সাইক্লিস্টরা।
শোভাযাত্রায় অংশগ্রহণকারীদের একাংশ।
আনন্দ–উল্লাসে সাইক্লিস্টরা।
রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউ থেকে শুরু হয়ে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্র, আগারগাঁও, শ্যামলী শিশুমেলা, আসাদগেট হয়ে শোভাযাত্রাটি ধানমন্ডি ৩২ নম্বরে গিয়ে শেষ হয়।