কুয়াশাভেজা সকালে রমনা পার্কে

শীত আসি আসি করছে ঢাকা শহরে। রাত বাড়লে শীত অনুভূত হচ্ছে। ভোরবেলায় কুয়াশা পড়তে শুরু করেছে। নগরজীবনে কিছুটা সময় ভিন্ন আমেজে কাটাতে ভোরবেলায় প্রাতর্ভ্রমণে বের হচ্ছেন লোকজন। রোববার সকালে ছবিগুলো রাজধানীর রমনা পার্ক থেকে তোলা।

কুয়াশার চাদরে মোড়া রমনা পার্কে এসেছে মানুষ।
কুয়াশার চাদরে মোড়া রমনা পার্কে এসেছে মানুষ।
কুয়াশাভেজা সকালে লেকের সামনে জড়ো হয়েছে লোকজন।
একতারাবাদকের সঙ্গে গান ধরেছেন একজন। মেতে উঠেছেন উপস্থিত সবাই।
পার্কে এ রকম অনেক কাঠবিড়ালি চোখে পড়ে।
পার্কের বেঞ্চিতে বসে পত্রিকায় চোখ বুলাচ্ছেন এক ব্যক্তি।
গাছে গাছে কাঠবিড়ালির তিড়িং–বিড়িং।
মুখ–মাথা ঢেকে ভিন্ন এক শীতের পোশাকে দুজনের সেলফি।
এক মনে শরীচচর্চা করে যাচ্ছেন একজন।
ঔষধি গাছে ফল সংগ্রহ করছেন কয়েকজন।
কোমল রোদে বসে আছেন কয়েকজন।