ময়লার ভাগাড়ের দূষণ

রাজধানী ঢাকার মাতুয়াইলের ময়লার ভাগাড় বা মাতুয়াইল স্যানিটারি ল্যান্ডফিল এখন বায়ুদূষণের অন্যতম কারণ হয়ে দাঁড়িয়েছে। এখান থেকে নিঃসরণ হওয়া মিথেন গ্যাস সরাসরি বাতাসে মিশছে। দূষিত করছে রাজধানীর বায়ু। এখানকার বিষাক্ত ধোঁয়ার মধ্যেই কাজ করতে হচ্ছে কর্মীদের। সম্প্রতি মাতুয়াইলের ময়লার ভাগাড় ঘুরে বায়ুদূষণ নিয়ে এই ছবির গল্প—

উন্মুক্ত ময়লার ভাগাড় থেকে নির্গত হচ্ছে ধোঁয়া। তার পাশ দিয়েই চলছে রিকশা
উন্মুক্ত ময়লার ভাগাড় থেকে নির্গত হচ্ছে ধোঁয়া। তার পাশ দিয়েই চলছে রিকশা
ময়লার ভাগাড়ের ধোঁয়ায় ছেয়ে আছে চারপাশ
ময়লার ভাগাড়ের ধোঁয়ায় ছেয়ে আছে চারপাশ
ধোঁয়ার মধ্যে ময়লার ভাগাড়ে কাজ করছেন একজন কর্মী
ধোঁয়ার মধ্যে ময়লার ভাগাড়ে কাজ করছেন একজন কর্মী
ময়লার ভাগাড়ে ধোঁয়ার মধ্যে হেঁটে যাচ্ছেন একজন নারী কর্মী
মাতুয়াইল স্যানিটারি ল্যান্ডফিলে প্রতিদিন প্রায় আড়াই হাজার টন বর্জ্য ফেলা হয়
দূষিত পরিবেশের মধ্যে ময়লার ভাগাড়ে কাজ করতে হয় কর্মীদের