ঈদ এলে খুলনার মানুষ মেলা বলতে জানে মুজগুন্নী মেলা। খুলনা শহরের মানুষ ঈদ আনন্দের কিছু সময় এ মেলায় কাটায়। কেনাকাটা, ঘোরাঘুরি, খাওয়া, নাগরদোলা আর নানা খেলনায় চড়ে শিশুদের ঈদ আনন্দের মাত্রা আরও বাড়িয়ে দেয়। গত শুক্রবার বিকেলে ছবিগুলো তুলেছেন সাদ্দাম হোসেন
ঈদ মেলায় প্রসাধনসামগ্রীর দোকানে ভিড়
বিজ্ঞাপন
পছন্দমতো চুড়ি দেখছেন এক নারী
বিজ্ঞাপন
বেলুন বাঁশি কিনে ফুলাচ্ছে শিশুরামেলায় বেড়াতে এসে বাবার কাঁধেই ঘুমিয়ে গেছে শিশুটি নৌকা দোলায় দুলছে তরুণেরাফুচকায় মনোযোগ দুই তরুণ-তরুণীর ঘোড়ার চড়কিতে ঘুরছে শিশুরাবায়োস্কোপে মগ্ন সব বয়সী ব্যক্তি নাগরদোলায় তরুণ-তরুণীরারকমারি জিনিসের দোকানও ছিল মেলায় খেলনার দোকানে ভিড় ব্রেসলেট, আংটি, গলার স্টাইলিশ চেইন কিনতে ভিড়