পানিবন্দী সিলেট নগর

টানা বৃষ্টির কারণে আজ সোমবার সকাল থেকে সুরমা নদীর পানি সিলেট পয়েন্টে বিপৎসীমা অতিক্রম করেছে। রাতের ভারী বৃষ্টিতে আবারও নদীর পানি শহরে ঢুকে পড়েছে। এতে ভোগান্তিতে পড়েছে সিলেটবাসী। ছবিগুলো আজ সোমবার নগরের সাদারপাড়া, শাহজালাল উপশহর, তেরো রতন ও সোবহানীঘাট এলাকা থেকে তোলা।

তেরো রতন এলাকায় পানি মাড়িয়ে চলাচল করছেন স্থানীয় লোকজন
তেরো রতন এলাকায় পানি মাড়িয়ে চলাচল করছেন স্থানীয় লোকজন
শাহজালাল উপশহর এলাকার প্রধান সড়কের চিত্র
শিশুকে কাঁধে নিয়ে পানি মাড়িয়ে পথ চলছেন এক ব্যক্তি
শাহজালাল উপশহর এলাকার প্রধান সড়কেও পানি
সাদারপাড়া এলাকায় পানি মাড়িয়ে চলেছেন মানুষজন
সোবহানীঘাট এলাকায় বাড়ির সামনে জমেছে এমন পানি
সড়কে জমে থাকা পানি মাড়িয়ে পথ চলতে শুরু করে কুকুরটিও