সিলেট নগরের মণিপুরি রাজবাড়ি মণ্ডপে শুক্রবার অনুষ্ঠিত হয়েছে মণিপুরিদের জমকালো ‘হোলি উৎসব’। প্রতিবছরের মতো এবারও সিলেট সিটি করপোরেশনের সহযোগিতায় একাডেমি ফর মণিপুরি কালচার অ্যান্ড আর্টস (এমকা) আন্তর্জাতিক হোলি উৎসবের আয়োজন করে। সকালে শুরু হওয়া হোলি উৎসব চলে দুপুর পর্যন্ত। আলোচনা সভা শেষে হোলি উৎসবে রং খেলা ও মণিপুরিদের ঐতিহ্যবাহী নৃত্য পরিবেশন করেন মণিপুরি শিল্পীরা।
হোলি উৎসবে গালে রং লাগিয়ে নিচ্ছেন মণিপুরি তরুণীরাপরির পোশাকে ছোট শিশুরাহোলি উৎসবে অংশ নিতে এসেছেন ছোট-বড় সবাইচলছে রং লাগানোর প্রস্তুতিশিশুর গালে আবির লাগিয়ে দিচ্ছেন একজননানান রঙে রাঙিয়ে নিচ্ছেন নিজেকেসবাই মেতেছেন হোলি উৎসবেজমকালো সাজে নৃত্য পরিবেশন করছেন এক মণিপুরি নৃত্যশিল্পীপ্রতিবছর এমন আয়োজন করা হয়মণিপুরিদের ঐতিহ্যবাহী বাহারি পোশাকে শিশুদের নৃত্য পরিবেশনাবিশেষ সাজে সেজে নৃত্য পরিবেশন করছে দুই শিশুআবিরের রঙে রঙিন দুই তরুণী