আবর্জনায় ভরা সুরমা নদী

সিলেট শহরের বুকচিরে প্রবাহিত সুরমা যেন ময়লা-আবর্জনার ভাগাড়ে পরিণত হয়েছে! বর্ষায় পানিতে টইটম্বুর দেখা গেলেও শুষ্ক মৌসুমে সৌন্দর্যপিপাসু যেকোনো মানুষের কষ্ট বাড়ে সুরমার করুণ অবস্থা দেখে। ছবিগুলো সিলেট নগরের কুশিঘাট, মাছিমপুর, কালিঘাট ও কাজীরবাজার ঘাট থেকে তুলেছেন আনিস মাহমুদ

নগরের কাজীরবাজার এলাকায় সুরমা বুকে বিশাল চর
নগরের কাজীরবাজার এলাকায় সুরমা বুকে বিশাল চর
সেখানে নদীর বুকে আছে সব ধরনের আবর্জনা
কাজীরবাজার সেতুর নিচে এই দৃশ্য সুরমার
নগরের প্রতিটি ঘাটে রয়েছে এমন ময়লা-আবর্জনার স্তূপ। ছবিটি কালিঘাট এলাকার
পানি কমে যাওয়ায় কালিঘাট এলাকায় এমন আবর্জনা ভেসে উঠেছে
নদীর মাছিমপুর এলাকায় জেগেছে চর
নগরের ঝালোপাড়া এলাকার ঘাট আবর্জনায় ভরা
কালিঘাটে এমন আবর্জনার পাশ দিয়ে ওঠানামা করেন খেয়া নৌকার যাত্রীরা
কালিঘাট এলাকায় সুরমার জলে ভাসছে বালিশ।
ময়লা-আবর্জনার স্তূপে বসে আছে মাছরাঙা পাখিটি
নগরের কুশিঘাট এলাকার চিত্র এটি
কুশিঘাট এলাকায় সুরমার বুকে জেগেছে বিশাল চর