ভাঙন রোধে ব্লক তৈরি

নদী ভাঙন রোধে মানুষ যুগে যুগে বিভিন্ন পদ্ধতি অবলম্বন করেছে। তার মধ্যে একটি সিমেন্ট-পাথরের তৈরি ব্লক। জাইকার অর্থায়নে পানি উন্নয়ন বোর্ডের তত্ত্বাবধানে খুলনার দিঘলিয়ার আতাই নদের ভাঙন রোধে প্রায় দেড় বছর ধরে তৈরি হচ্ছে ব্লক। খুলনার দিঘলিয়া উপজেলার মোমেনপুরে ব্লক তৈরিতে শ্রমিকদের ব্যস্ততা নিয়ে ছবির গল্প

ব্লক তৈরির ছাঁচে আগে পোড়া মবিল লেপ্টে দিয়ে পিচ্ছিল করা হয়, যেন ব্লক থেকে ছাঁচ সহজে আলাদা হয়।
ব্লক তৈরির ছাঁচে আগে পোড়া মবিল লেপ্টে দিয়ে পিচ্ছিল করা হয়, যেন ব্লক থেকে ছাঁচ সহজে আলাদা হয়।
ছাঁচের ভেতর সিমেন্ট-পাথরের মিশ্রণ ফেলা হয়।
ব্লক তৈরিতে ব্যস্ত শ্রমিকেরা।
ছাঁচে মিশ্রণ ফেলে মসৃণ করে দেওয়া হচ্ছে।
ব্লক থেকে আলাদা করা হচ্ছে ছাঁচ।
তৈরি সিমেন্ট-পাথরের ব্লক ব্যবহারের উপযোগী করতে পানি দেওয়া হচ্ছে।
প্রতিটি ব্লকে তৈরির তারিখ লিখে রাখা হয়।
ব্লক তৈরির জন্য নিয়ে যাওয়া হচ্ছে ছাঁচ।
ব্যবহারের উপযোগী ব্লক আলাদা করা হচ্ছে।
আতাই নদের ভাঙন রোধে ফেলা হয়েছিল ব্লক। যেখানে পলি জমে চর তৈরি হচ্ছে।