সংঘর্ষে রণক্ষেত্র কাকরাইল এলাকা

রাজধানীর কাকরাইল মসজিদের সামনে আজ দুপুর সোয়া ১২টার দিকে আওয়ামী লীগের নেতা-কর্মীদের বহনকারী একটি বাস ও দুটি পিকআপে হামলা হয়। বিএনপি নেতা-কর্মীরা এ হামলা করেন বলে অভিযোগ করে আওয়ামী লীগ। পরে বিএনপির নেতা-কর্মী ও পুলিশের মধ্যে পাল্টাপাল্টি ধাওয়া ও কাঁদানে গ্যাসের শেল নিক্ষেপের ঘটনা ঘটে। এতে পুরো এলাকা রণক্ষেত্রে পরিণত হয়।

বাসে হামলার জেরে আওয়ামী লীগ ও বিএনপির নেতা–কর্মীরা সংঘর্ষে জড়িয়ে পড়েন।
বাসে হামলার জেরে আওয়ামী লীগ ও বিএনপির নেতা–কর্মীরা সংঘর্ষে জড়িয়ে পড়েন।
মারামারির একপর্যায়ে কয়েকটি গাড়ি ভাঙচুর করা হয়।
মাটিতে ফেলে একজনকে বেধড়ক পেটানো হচ্ছে।
সংঘর্ষ ছড়িয়ে পড়ে পুরো কাকরাইল এলাকায়।
বিএনপির নেতা–কর্মীদের ছত্রভঙ্গ করতে কাঁদানে গ্যাসের শেল ছোড়ে পুলিশ।
পুলিশ সদস্যদের লক্ষ্য করে ইটপাটকেল ছুড়ছেন বিএনপির কয়েক কর্মী।
আশপাশের গাছের ডাল ভেঙে রাস্তায় জড়ো করে আগুন ধরিয়ে দেওয়া হয়।
কাঁদানে গ্যাসের শেল ছুড়ে পুলিশের পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা।
আশপাশে যা কিছু পাওয়া গেছে, তা–ই রাস্তায় জড়ো করে দেওয়া হয় আগুন।
আগুন ধরিয়ে দেওয়া হয় আইডিইবি ভবনে পার্কিং করে রাখা গাড়িতে।
পুলিশকে লক্ষ্য করে ছোড়া হচ্ছে ইটপাটকেল।
গাড়ির আগুন নেভানোর চেষ্টা চলছে।
পিটিয়ে আহত করা পুলিশের এক সদস্য পড়ে আছেন ফুটপাতে।
জ্বলছে ট্রাফিক পুলিশের একটি বক্স।