ভাদ্রের পাকা তাল

ভাদ্র মাসের প্রচণ্ড গরমে তাল পাকে। ঘরে ঘরে বানানো হয় তালের পিঠা। এ মৌসুমে সিলেটের কদমতলী এলাকায় পাইকারি বাজারে তাল বিক্রি হচ্ছে। বাজার ঘুরে ছবিগুলো সম্প্রতি তোলা।

স্তূপ করে রাখা হয়েছে পাকা তাল।
 স্তূপ করে রাখা হয়েছে পাকা তাল।
বিক্রির জন্য তাল বাছাই করা হচ্ছে।
ট্রাক থেকে নামানো হচ্ছে পাকা তাল।
ট্রাক থেকে পাকা তাল নামাচ্ছেন দুই ব্যক্তি।
ফেটে গেছে পাকা তাল। ক্রেতার দৃষ্টি আকর্ষণে সেটা সাজিয়ে রাখা হয়েছে।
পাকা তালের সুঘ্রাণে ছুটে এসেছে মৌমাছি।
গন্ধ শুকে তাল বাছাই করছেন একজন ক্রেতা।
আকারভেদে একেকটি তাল ২০ থেকে ৫০ টাকায় বিক্রি হয়।