সড়কে বেপরোয়া মোটরসাইকেল

ঈদের ছুটিতে সড়ক-মহাসড়ক দাপিয়ে বেড়িয়েছেন মোটরসাইকেলচালকেরা। নিয়মনীতির তোয়াক্কা না করে তিন থেকে চারজন এক মোটরসাইকেলে চড়ে ঘুরে বেড়িয়েছেন। হেলমেট ব্যবহারেও অনীহা দেখা গেছে। এ কারণে বিভিন্ন স্থানে ঘটেছে দুর্ঘটনা। সড়ক-মহাসড়কে বেপরোয়া মোটরসাইকেল নিয়ে এবারের ছবির গল্প।১৮. বাসের সঙ্গে পাল্লা দিয়ে চলছে মোটরসাইকেল। এরই মধ্যে ঘুমিয়ে গেছে শিশুটি

অধিকাংশ মোটরসাইকেলচালক কিশোর কিংবা তরুণ
অধিকাংশ মোটরসাইকেলচালক কিশোর কিংবা তরুণ
ঈদের ছুটিতে সড়ক-মহাসড়ক ছিল মোটরসাইকেলের দখলে
মোটরসাইকেলচালকসহ আরোহী তিনজন। হেলমেট একটা থাকলেও তা ব্যবহার করেননি কেউ
ঝুঁকি নিয়ে শিশুসহ তিনজন একই মোটরসাইকেলে। তবু হেলমেট ব্যবহারে অনীহা
চলন্ত অবস্থায় মুঠোফোনে কথা বলছেন এই চালক
ভারী পণ্য নিয়ে মোটরসাইকেলে ঝুঁকিপূর্ণ যাত্রা করছেন তাঁরা
হেলমেট ছাড়াই তিনজন মোটরসাইকেলে চড়েছেন। এরপর চলন্ত মোটরসাইকেলে বসেই আরেকটি চলন্ত মোটরসাইকেলের আরোহীর সঙ্গে গল্প করছেন এই চালক
এক মোটরসাইকেলে চারজন। কারও মাথায় নেই হেলমেট
বাসের সঙ্গে পাল্লা দিয়ে চলছে মোটরসাইকেল। এরই মধ্যে ঘুমিয়ে গেছে শিশুটি