ঢাকায় বৃষ্টিতে ভোগান্তি

সকাল থেকে বৃষ্টিতে ঢাকার বিভিন্ন সড়কে জলাবদ্ধতা হয়েছে। পানি মাড়িয়ে গন্তব্যের দিকে চলতে হয়েছে চলাচলকারীদের। বৃষ্টিতে ভিজে জবুথবু অবস্থা অনেকের। খানাখন্দে ভরা সড়কে দুর্ভোগ পোহাতে হয়েছে। রাজধানীর বিভিন্ন এলাকা থেকে ছবিগুলো তোলা।

বৃষ্টিতে পানি জমেছে। জলাবদ্ধতার কারণে ফুটপাতের ওপর সারি বেঁধে যাচ্ছেন তাঁরা। পাইকপাড়া, মিরপুর
ছবি: আশরাফুল আলম
বৃষ্টির পানিতে তলিয়ে থাকা সড়কে খানাখন্দ, তা এড়িয়ে যাওয়ার জন্য সাহায্য করছেন এক ব্যক্তি। পাইকপাড়া, মিরপুর
বৃষ্টির পানিতে তলিয়ে গেছে সড়ক। চলাচলে বিপাকে সাধারণ মানুষ। লাল কুঠির দ্বিতীয় কলোনি, মিরপুর
সড়কে জমে থাকা পানির মধ্য দিয়ে এগিয়ে চলছেন মোটরসাইকেলচালক। লাল কুঠির দ্বিতীয় কলোনি, মিরপুর
হাতিরঝিল এলাকার মহানগর প্রজেক্টের রাস্তার এক অংশের উন্নয়নের কাজ চলছে দীর্ঘদিন ধরে। একটু বৃষ্টি হলেই এলাকার মানুষের দুর্ভোগ বেড়ে যায়। মহানগর প্রজেক্টের সড়ক, হাতিরঝিল–সংলগ্ন এলাকা
সকালে বৃষ্টির মধ্যে ঘর থেকে বেরিয়ে এমন অবস্থা হয়েছে অনেকের। মাহুতটুলী, পুরান ঢাকা
বৃষ্টিতে জমা পানি মাড়িয়ে বাড়ি ফিরছে এক স্কুলশিক্ষার্থী। ময়নারবাগ, বাড্ডা
ঝুম বৃষ্টিতে ভিজতে ভিজতে ছুটে চলেছে এক শিশু। মাহুতটুলী, পুরান ঢাকা