সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার উত্তর রনিখাই ইউনিয়নের চরারবাজার এলাকার ‘উৎমাছড়া’ জনপ্রিয় পর্যটনকেন্দ্র। পাহাড়ের কোলে পাহাড়ি উৎমাছড়ার সৌন্দর্য দেখতে বিভিন্ন এলাকা থেকে মানুষ এখানে ছুটে আসে। বর্ষায় ছড়ার পানির স্রোতের আওয়াজ মনোমুগ্ধকর। তবে হেমন্তে পানি কমে গিয়ে পাথুরে উৎমাছড়া প্রকৃতিপ্রেমীদের কাছে অন্য রূপে ধরা দেয়। পানির তীব্র স্রোত না থাকলেও পাথরের ফাঁকে পানির কল কল প্রাকৃতিক সুর এবং পাথুরে উৎমাছড়া হেমন্তেও বেশ মায়াময়। এই হেমন্তেও ঘুরতে যেতে পারেন উৎমাছড়ায়। ছবিগুলো সম্প্রতি তোলা