বুড়িগঙ্গা নদীর তীর ঘেঁষে দক্ষিণ কেরানীগঞ্জের প্রায় সাড়ে তিন কিলোমিটার এলাকায় গড়ে উঠেছে জাহাজ নির্মাণশিল্প। প্রতিবছর এসব ডকইয়ার্ডে ৭০ থেকে ৮০টি নতুন জাহাজ তৈরি করা হয়। এ ছাড়া দেশের অভ্যন্তরীণ নৌপথে চলা ৭০০ থেকে ৮০০ জাহাজ ও লঞ্চ এসব ডকইয়ার্ডে মেরামত করা হয়। ডকইয়ার্ডকে ঘিরে আশপাশে গড়ে উঠেছে নানা কারখানা। সব মিলে এখানে কাজ করেন অন্তত দুই হাজার শ্রমিক। কর্মযজ্ঞ চলে রাত অবধি। ডকইয়ার্ডের ১০ নভেম্বরের কর্মযজ্ঞ নিয়ে এ ছবির গল্প