সরকার পতনের পর ট্রাফিক পুলিশের সদস্যরা নেই সড়কে। গতকালের মতো আজ বুধবারও রাজধানীর প্রধান সড়কগুলোতে যান চলাচলে শৃঙ্খলা বজায় রাখতে কাজ করছেন শিক্ষার্থীরা। তাঁদের সহযোগিতা করেন আনসার-ভিডিপির সদস্যরা। ছবিগুলো আজ ঢাকার বিভিন্ন এলাকায় তোলা।
জাহিদুল করিমসাবিনা ইয়াসমিন
মোহাম্মদপুরে শিয়া মসজিদ মোড় এলাকায় যান চলাচল নিয়ন্ত্রণের কাজ করছেন দুই শিক্ষার্থী।
বিজ্ঞাপন
গণভবনের সামনের সড়কে এক পাশ দিয়ে রিকশা চলাচলের জন্য পৃথক লেন চালু করেছেন শিক্ষার্থীরা।
বিজ্ঞাপন
মানিক মিয়া অ্যাভিনিউয়ে যানবাহনগুলো আলাদা আলাদা লেনে চলাচল নিশ্চিত করতে কাজ করছেন এক শিক্ষার্থী।মানিক মিয়া অ্যাভিনিউয়ে স্কুলশিক্ষার্থীদেরও যান চলাচল নিয়ন্ত্রণ করতে দেখা যায়। হেলমেট না থাকায় গাড়ি থামিয়েছেন এক শিক্ষার্থী। হেলমেট না থাকলে শাস্তি হিসেবে ১০ মিনিটের জন্য যাত্রাবিরতি দিয়ে রাখা হচ্ছে চালককে। যান চলাচল নিয়ন্ত্রণের পাশাপাশি ট্রাফিক আইন মেনে চলার প্ল্যাকার্ড হাতে মানিক মিয়া অ্যাভিনিউয়ে এক শিক্ষার্থী। গাড়িচালককে সিটবেল্ট ব্যবহার নিশ্চিত করতে বলছেন শিক্ষার্থীরা। মানিক মিয়া অ্যাভিনিউয়ে। মানিক মিয়া অ্যাভিনিউয়ে দল বেঁধে যান চলাচল নিয়ন্ত্রণের কাজে ব্যস্ত একদল শিক্ষার্থী। মোটরসাইকেলের গতি কমিয়ে নির্দিষ্ট লেনে চলতে বলছেন শিক্ষার্থীরা।বাসচালকের লাইসেন্স দেখছেন এক শিক্ষার্থী। বিজয় সরণিতে নির্দিষ্ট লেনে যান চলাচল নিশ্চিতে কাজ করছেন দুই শিক্ষার্থী।শিক্ষার্থীদের সঙ্গে দাতব্য সংস্থা রেড ক্রিসেন্টের সদস্যদের যান চলাচল নিয়ন্ত্রণের কাজ করতে দেখা যায়। আনসার, বিএনসিসি ও শিক্ষার্থীরা যান চলাচল নিয়ন্ত্রণের কাজ করছেন বিজয় সরণি মোড়ে। ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়েতে যান চলাচল নিয়ন্ত্রণের কাজ করছেন কয়েকজন। গুলশান-১ নম্বরে যান চলাচল নিয়ন্ত্রণে আনসার সদস্যদের সঙ্গে কাজ করেন শিক্ষার্থীরা।