রাজধানীর নিউ সুপার মার্কেটে অগ্নিকাণ্ডে পুড়ে গেছে ২৫০ দোকানপাট। পুড়ে যাওয়া দোকানে মালিক-শ্রমিকেরা সকাল থেকে ঢুকতে শুরু করে। দোকানের সামনের পথটি ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। দোকানের ভেতরে ম্যানিকুইনগুলোর পোশাক পুড়ে গেছে। সারি সারি সাজানো–গোছানো জামাকাপড় সব পুড়ে ছাই হয়ে গেছে। ব্যবসায়ীরা সেসব দেখে কান্নায় ভেঙে পড়েন। কোনো কোনো ব্যবসায়ীকে কিছু মালামাল সরিয়ে নিতে দেখা যায়। আবার অনেককে পুড়ে যাওয়া দোকানের সামনে হতাশ হয়ে বসে থাকতে দেখা যায়।