‘নিউ সুপার মার্কেট’ আজ যেমন

রাজধানীর নিউ সুপার মার্কেটে অগ্নিকাণ্ডে পুড়ে গেছে ২৫০ দোকানপাট। পুড়ে যাওয়া দোকানে মালিক-শ্রমিকেরা সকাল থেকে ঢুকতে শুরু করে। দোকানের সামনের পথটি ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। দোকানের ভেতরে ম্যানিকুইনগুলোর পোশাক পুড়ে গেছে। সারি সারি সাজানো–গোছানো জামাকাপড় সব পুড়ে ছাই হয়ে গেছে। ব্যবসায়ীরা সেসব দেখে কান্নায় ভেঙে পড়েন। কোনো কোনো ব্যবসায়ীকে কিছু মালামাল সরিয়ে নিতে দেখা যায়। আবার অনেককে পুড়ে যাওয়া দোকানের সামনে হতাশ হয়ে বসে থাকতে দেখা যায়।

দোকানের সামনের এ জায়গায় স্তূপ থাকে পোশাকের। ম্যানিকুইনে পরানো থাকে পোশাক। এখন যা পরিণত হয়েছে ধ্বংসস্তূপে
দোকানের সামনের এ জায়গায় স্তূপ থাকে পোশাকের। ম্যানিকুইনে পরানো থাকে পোশাক। এখন যা পরিণত হয়েছে ধ্বংসস্তূপে
পুড়ে যাওয়া দোকানের ধ্বংসস্তূপে মূল্যবান জিনিস খুঁজে পাওয়া চেষ্টা করছেন এক ব্যবসায়ী
পুড়ে যাওয়া একটি দোকানের ভেতরের অংশ
আগুনে দোকানের প্রায় কয়েক লাখ টাকার মালামাল হারিয়ে আহাজারি করছেন রিফাত হোসেন। সান্ত্বনা দিচ্ছেন তাঁর ভাই
পুড়ে যাওয়া দোকান দেখতে এসেছেন ব্যবসায়ীরা
দোকানের পুড়ে যাওয়া মালামাল সরিয়ে নিচ্ছেন ব্যবসায়ীরা
আবুল কাশেমের গেঞ্জি–প্যান্টের দোকান ছিল এটা। ঈদ উপলক্ষে কয়েক লাখ টাকার মালামাল তুলেছিলেন। সব হারিয়ে প্রায় নিঃস্ব হয়ে আহাজারি করছেন নিজের দোকানের সামনে
মার্কেটের এক কোণে এক ব্যবসায়ী বসে আছেন
ধ্বংসস্তূপে পড়ে আছে পুড়ে যাওয়া ক্যালকুলেটর
আগুনে পোড়া দোকানপাটের একাংশ
মালামাল সরিয়ে নিচ্ছেন কেউ কেউ
মার্কেট যেন এক ধ্বংসস্তূপ
দোকানে পুড়ে যাওয়া জামাকাপড় দেখছেন দোকানে কাজ করা শ্রমিকেরা
পুড়ে যাওয়া দোকানপাটের ব্যবসায়ীরা হতাশ হয়ে বসে আছেন