শাপলা ফুলের স্নিগ্ধতা

চারপাশে টিলা। উঁচু-নিচু টিলায় সবুজের চাদর বিছিয়ে আছে চা-গাছ। চা-বাগানের মাঝখানে তিনটি পুকুর। বাগানে পানির জোগান দিতে খনন করা পুকুরে ফুটে আছে অজস্র শাপলা ফুল। শরতের সকালের আলোয় শাপলা ফুলগুলো স্নিগ্ধতা ছড়ায় বেশি। সিলেট শহরতলির লাক্কাতুরা চা-বাগানের তিন পুকুরে ফোটা শাপলা ফুলের এসব ছবি তোলা হয়েছে গতকাল বৃহস্পতিবার সকালে।

চা-বাগানের মাঝে পাশাপাশি তিনটি পুকুরে ফুটেছে অজ্রস শাপলা ফুল।
চা-বাগানের মাঝে পাশাপাশি তিনটি পুকুরে ফুটেছে অজ্রস শাপলা ফুল।
শাপলার লতাপাতা-গুল্মে ভরা পুকুর তিনটি।
পুকুরভর্তি ফুটন্ত শাপলা।
পুকুরে উড়ে উড়ে পোকা শিকারে ব্যস্ত ফিঙে পাখি।
সবুজের কোলে শাপলার মায়াবী সৌন্দর্য।
বাঁয়ে পাপড়ি মেলেছে শাপলা, পাশে আরেকটি ফোটার অপেক্ষায়।
পুকুরের পানিতে শাপলার এমন সৌন্দর্য যেন শিল্পীর তুলিতে আঁকা ছবি।
শাপলা পুকুরে মাছ শিকারে এসেছে কানিবক।
পুকুরের পাশ দিয়ে কাজে যাচ্ছেন এক নারী চা-শ্রমিক।
স্নিগ্ধ শাপলা দেখতে যেতে হবে সকালে।