চারপাশে টিলা। উঁচু-নিচু টিলায় সবুজের চাদর বিছিয়ে আছে চা-গাছ। চা-বাগানের মাঝখানে তিনটি পুকুর। বাগানে পানির জোগান দিতে খনন করা পুকুরে ফুটে আছে অজস্র শাপলা ফুল। শরতের সকালের আলোয় শাপলা ফুলগুলো স্নিগ্ধতা ছড়ায় বেশি। সিলেট শহরতলির লাক্কাতুরা চা-বাগানের তিন পুকুরে ফোটা শাপলা ফুলের এসব ছবি তোলা হয়েছে গতকাল বৃহস্পতিবার সকালে।