প্রচণ্ড গরমে মানুষের পাশাপাশি ভালো নেই চট্টগ্রাম চিড়িয়াখানার প্রাণীগুলোও। নেই সেই চেনা হুংকার বা চেঁচামেচি। চিড়িয়াখানার বাঘ, হরিণ, বানরসহ সব প্রাণীরই হাঁসফাঁস অবস্থা। খাঁচার ভেতরে নির্দিষ্ট স্থানে রাখা পানির চৌবাচ্চায় সুযোগ পেলেই নিজের শরীর ভিজিয়ে নিচ্ছে প্রাণীগুলো।
শরীর জুড়াতে পানিতে বসে আছে সাদা বাঘ।পানিতে ঝাঁপাঝাঁপি করছে বানরের দল।সব বাঘ পানিতে থাকার চেষ্টা করছে।গরমে ছায়ায় জেব্রা। তাপপ্রবাহ থেকে রক্ষা পেতে জলের মধ্যে ডুবে আছে জলহস্তীরা।গাছের নিচে ছায়ায় খাবার খাচ্ছে লামার দল।গাছতলায় জড়ো হয়ে বসে আছে হরিণের দল।তৃষ্ণা মেটাতে চিড়িয়াখানায় উড়ে এসেছে এই কাক