সারা দেশে চলছে মৃদু থেকে মাঝারি তাপপ্রবাহ। এতে হাঁসফাঁস অবস্থা সবার। তবুও জীবিকার তাগিদে তীব্র রোদে কাজ করতে হচ্ছে খেটে খাওয়া মানুষদের। অন্যদিকে ফসলি জমিতে পানিসংকট ঠেকাতে জমিতে সেচ দিতে হচ্ছে কৃষকদের। একটু স্বস্তির আশায় পানিতে শরীর ভিজিয়ে নিচ্ছেন মাঠে কাজ করা মানুষেরা। দেশের বিভিন্ন অঞ্চলে তাপপ্রবাহে অতিষ্ঠ মানুষের জীবনযাত্রা তুলে ধরা হলো ছবিতে।
রোদ থেকে রক্ষা পেতে শিশুকে কাপড়ে জড়িয়ে নিয়েছেন এক অভিভাবক। সাইনবোর্ড, নারায়ণগঞ্জ চলার পথে রোদের তাপ থেকে রক্ষা পেতে মাথায় গামছা জড়িয়েছেন দুই শ্রমিক। সাইনবোর্ড, নারায়ণগঞ্জ জমির পানিসংকট এড়াতে জমিতে সেচ দেওয়া হচ্ছে। সাইনবোর্ড এলাকা, উজিরপুর, বরিশালরোদে বাইরে বের হওয়া দায়। গরম থেকে বাঁচতে গামছা মাথায় পথ চলেছেন এক ব্যক্তি। সরিষাকান্দি গ্রাম, সদর উপজেলা, সিলেটখুঁটিতে ছাতা বেঁধে জমি নিড়ানি দিচ্ছেন শ্রমিকেরা। নাসিরাবাদ, মিঠাপুকুর, রংপুর প্রচণ্ড রোদ সামলাতে না পেরে সঙ্গে থাকা বড় গামলাটি মাথায় দিয়েছেন কৃষক। রাণীপুকুর, মিঠাপুকুর, রংপুর ডালের পাঁপড় রোদে শুকাতে দিচ্ছেন নূর ইসলাম। এ পাঁপড় শুকিয়ে গেলে প্রতিটি এক টাকা করে বিক্রি করবেন। রোদের মধ্যে মাথায় গামছা পেঁচিয়ে কাজ করছেন। দক্ষিণ ডিহি, ফুলতলা, খুলনা গরমে হাঁসফাঁস অবস্থা। ছায়া পেয়ে কাজের ফাঁকে অটোরিকশার আসন বিছিয়ে বিশ্রাম নিচ্ছেন চালক। খুলনা বিশ্ববিদ্যালয়রোদে কাকের ব্যাপক তৃষ্ণা পেয়েছে। তাই বড় পাত্রে রাখা পানিতে তৃষ্ণা মেটাচ্ছে কাকটি। ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকা, ঢাকা তীব্র রোদে একটু শীতল হতে মুখে পানি ছিটিয়ে নিচ্ছেন এক ব্যাক্তি। ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকা, ঢাকা প্রচণ্ড গরমে মাথায় ছাতা নিয়ে হাঁড়ি–পাতিল বিক্রি করতে বেরিয়েছেন তাইজুল ইসলাম। মেরিল বাইপাস, পাবনা পিচঢালা সড়কে রোদের তাপ এড়াতে ছাতা মাথায় সাইকেল চালিয়ে বাড়ি ফিরছেন এক ব্যক্তি। মালঞ্চি, পাবনা বৃষ্টি নেই, খাঁ খাঁ করছে মাঠ। তাই পাটের জমিতে পানি সেচ দিতে এসেছেন মনির উদ্দিন। রোদে পুড়ে বারবার পানি দিয়ে হাত মুখ ভিজিয়ে নিচ্ছেন। মাহমুদপুর, মালঞ্চি, পাবনা