রাজধানীতে ঈদের ঘোরাঘুরি

কর্মব্যস্ত ঢাকার জীবনে ঈদের ছুটি নিয়ে এসেছে অবকাশের ফুরসত। এ সময় বিনোদনকেন্দ্র ছাড়াও রাজধানীর পার্ক, উদ্যান ও খোলা জায়গায় পরিবারের সদস্য ও বন্ধুবান্ধব নিয়ে ছোটেন বহু মানুষ। ঈদের ছুটির দ্বিতীয় দিন রোববার রাজধানীর রমনা পার্ক, মানিক মিয়া অ্যাভিনিউ ও চন্দ্রিমা উদ্যানে মানুষের ঘোরাঘুরি নিয়ে এই ছবির গল্প।

ঈদের ছুটির দ্বিতীয় দিন শিশু-কিশোরসহ সব বয়সী মানুষের পদচারণে মুখর হয়ে ওঠে রাজধানীর রমনা পার্ক
ঈদের ছুটির দ্বিতীয় দিন শিশু-কিশোরসহ সব বয়সী মানুষের পদচারণে মুখর হয়ে ওঠে রাজধানীর রমনা পার্ক
রমনা পার্কের শিশু চত্বরে খেলায় মেতেছে শিশু
রমনা পার্কের লেকের পাড়ের ওয়াকওয়েতে ছবি তোলায় ব্যস্ত নানা বয়সী মানুষ
শব্দ তৈরির খেলায় মেতেছে শিশু
শিশুদের আনন্দের মুহূর্তটি ক্যামেরায় ধরে রাখতে ব্যস্ত অভিভাবকেরা
স্লাইডারে চড়তে শিশুদের যেন ভিড় লেগে যায়
রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউয়ে ছিল ঘোড়ার গাড়িতে চড়ে বেড়ানোর সুযোগ
জাতীয় সংসদ ভবনের সামনের খোলা জায়গাটিও ছিল মানুষের পদচারণে মুখর
সন্তানদের ঘোড়ায় চড়িয়ে ঘোরাচ্ছেন অভিভাবকেরা
চন্দ্রিমা উদ্যানে যান বহু মানুষ