মা-বাবা ও স্বজনদের সঙ্গে ঈদের আনন্দ ভাগ করে নেওয়ার জন্য অনেকেই ছুটছেন গ্রামের বাড়ি। বাসে যাওয়ার ব্যবস্থা থাকলেও দক্ষিণাঞ্চলের অনেক মানুষ লঞ্চে করে যেতে পছন্দ করেন। এ জন্য বিআইডব্লিউটিএ ঈদ উপলক্ষে বিশেষ লঞ্চ দিয়েছে। কিন্তু যাত্রীদের চাপ ছিল অনেক বেশি। সদরঘাট লঞ্চ টার্মিনালে দক্ষিণাঞ্চলের যাত্রীদের শেষ মুহূর্তের ঈদযাত্রা নিয়ে সাজানো এই ছবির গল্প।