মা-বাবা ও স্বজনদের সঙ্গে ঈদের আনন্দ ভাগ করে নেওয়ার জন্য অনেকেই ছুটছেন গ্রামের বাড়ি। বাসে যাওয়ার ব্যবস্থা থাকলেও দক্ষিণাঞ্চলের অনেক মানুষ লঞ্চে করে যেতে পছন্দ করেন। এ জন্য বিআইডব্লিউটিএ ঈদ উপলক্ষে বিশেষ লঞ্চ দিয়েছে। কিন্তু যাত্রীদের চাপ ছিল অনেক বেশি। সদরঘাট লঞ্চ টার্মিনালে দক্ষিণাঞ্চলের যাত্রীদের শেষ মুহূর্তের ঈদযাত্রা নিয়ে সাজানো এই ছবির গল্প।
ঈদের আগের দিন বাড়ি ফিরতে সদরঘাট লঞ্চ টার্মিনালে ছিল দক্ষিণাঞ্চলের যাত্রীদের চাপঈদের ছুটিতে নানা বাড়িতে যাচ্ছে শিশুটি। লঞ্চের ডেকে বাবার সঙ্গে খেলায় মেতেছে সেবিকেল হতেই লঞ্চ টার্মিনালে যাত্রীদের চাপপ্রচণ্ড গরমে চার্জার ফ্যান নিয়ে লঞ্চে এসেছেন অনেকেইপরিবারকে সঙ্গে নিয়ে আনন্দের ঈদযাত্রাএকটি লঞ্চে চলছে রং করার কাজসন্ধ্যা হতেই নেমে আসে ঝোড়ো বাতাসের সঙ্গে প্রশান্তির বৃষ্টিলঞ্চের বাইরে এসে বৃষ্টি উপভোগ করছেন এক যুবকবৃষ্টিতে বিপাকে পড়েন লঞ্চের ছাদে ওঠা যাত্রীরাঝোড়ো বাতাসে হয়তো শিশুর হাত থেকে উড়ে এসেছে এই বেলুন!ঝোড়ো আবহাওয়ার জন্য লঞ্চ চলাচল সাময়িক বন্ধ ঘোষণা করায় অনেক যাত্রীকে পন্টুনে অপেক্ষা করতে দেখা যায়মেহেদি রাঙানো হাতে ছোট ভাইকে ধরে শুরু হচ্ছে তাদের আনন্দের ঈদযাত্রা!