রেফ্রিজারেটর মেলা

রাজধানীর তেজগাঁও-গুলশান লিংক রোডসংলগ্ন আলোকি কনভেনশন সেন্টারে প্রথম আলো ডটকমের আয়োজনে চলছে দুই দিনব্যাপী রেফ্রিজারেটর মেলা। শুক্র ও শনিবার বেলা ২টা থেকে রাত ১০টা পর্যন্ত এই মেলার আয়োজন করা হয়েছে। এ উপলক্ষে শুক্রবার দুপুর থেকে কনভেনশন সেন্টারে ভিড় করতে থাকেন ক্রেতা ও দর্শনার্থীরা। এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে গান ও কৌতুক পরিবেশন করা হয়।

মেলায় ভিড় করেছেন ক্রেতা ও দর্শনার্থীরা।
মেলায় ভিড় করেছেন ক্রেতা ও দর্শনার্থীরা।
ফ্রিজের দরজা খুলে ভেতরটা দেখছেন এক দর্শনার্থী।
ডাবল ডোরের একটি ফ্রিজ খুলে দেখছেন একটি পরিবারের সদস্যরা।
বিভিন্ন ধরনের ফ্রিজ দেখছেন দর্শনার্থীরা।
বিভিন্ন ধরনের ফ্রিজ দেখছেন ক্রেতারা।
নানা ধরনের ফ্রিজ সাজিয়ে রাখা হয়েছে একটি স্টলে।
প্যানেল আলোচনায় উপস্থাপক সোনিয়া রিফাতের সঙ্গে স্যামসাং ইলেকট্রনিকস বাংলাদেশের উপমহাব্যবস্থাপক (মার্কেটিং কমিউনিকেশনস) ফয়সাল মাহমুদ, সিঙ্গার বেকোর হেড অব প্রোডাক্ট (এমডিএ অ্যান্ড সিই) ফারহান আজহার এবং মিনিস্টার-মাইওয়ান গ্রুপের হেড অব ব্র্যান্ড অ্যান্ড কমিউনিকেশন সোহেল কিবরিয়া।
বিশেষায়িত ফ্রিজ দেখছেন এক ক্রেতা।
মঞ্চে গাইছিলেন কণ্ঠশিল্পী সিঁথি সাহা। একপর্যায়ে মঞ্চে উঠে তাঁর সঙ্গে একটি যৌথ গান পরিবেশন করেন অভিনেতা ও গায়ক এফ এস নাঈম।
রেফ্রিজারেটর মেলার আয়োজন এবং উদ্দেশ্য নিয়ে কথা বলেন প্রথম আলোর ব্যবস্থাপনা সম্পাদক আনিসুল হক।
রেফ্রিজারেটর-বিষয়ক নানা মজার গল্পে সবাইকে মাতিয়ে রাখেন স্ট্যান্ডআপ কমেডিয়ান শাওন মজুমদার।
সংগীত পরিবেশন করেন তরুণ কণ্ঠশিল্পী মাহতিম সাকিব।
প্রথম দিনের র্যাফল ড্রর পাঁচজন বিজয়ী নির্বাচন ও ঘোষণা করছেন অভিনেত্রী সোহানা সাবা। সঙ্গে উপস্থাপক সোনিয়া রিফাত।