রাজধানীর তেজগাঁও-গুলশান লিংক রোডসংলগ্ন আলোকি কনভেনশন সেন্টারে প্রথম আলো ডটকমের আয়োজনে চলছে দুই দিনব্যাপী রেফ্রিজারেটর মেলা। শুক্র ও শনিবার বেলা ২টা থেকে রাত ১০টা পর্যন্ত এই মেলার আয়োজন করা হয়েছে। এ উপলক্ষে শুক্রবার দুপুর থেকে কনভেনশন সেন্টারে ভিড় করতে থাকেন ক্রেতা ও দর্শনার্থীরা। এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে গান ও কৌতুক পরিবেশন করা হয়।