শীতে শিশুরা

উত্তরে জেঁকে বসেছে শীত। দিনমান সূর্যের তেমন দেখা মিলছে না। এমন শীতেও শিশুরা ঘরে বসে থাকছে না। এ সময় শিশুদের ঠান্ডাজনিত রোগের প্রাদুর্ভাব বাড়ে। তবু হিমশীতল আবহাওয়ায় শিশুদের দুরন্তপনা থেমে থাকে না। সম্প্রতি রংপুর শহরতলির বিভিন্ন এলাকা থেকে ছবিগুলো তোলা।

শীতের সকালে সেতুতে বসে দুষ্টুমিতে মেতেছে কয়েকটি শিশু।
ছোট বোনকে কোলে নিয়ে বেরিয়েছে এক কিশোর।
কাপড়-পলিথিন দিয়ে ঘর বানিয়ে শীত থেকে রক্ষার চেষ্টা।
শীতে জবুথবু হয়ে ক্লাস শুরুর অপেক্ষায় একদল খুদে শিক্ষার্থী।
বিদ্যালয়ে এসে খেলায় মেতেছে তারা।
ভ্যানে শিশুসন্তানকে নিয়ে গন্তব্যে বাবা
কাঁধে ব্যাগ ঝুলিয়ে স্কুলের পথে তিন খুদে শিক্ষার্থী।
বাবার সঙ্গে বাড়ির বাইরের সড়কে এক শিশু।
বাড়ির উঠানে খেলায় মেতেছে শিশুটি।
দল বেঁধে গাছতলায় বরই কুড়াচ্ছে শিশুরা।