পুরোনো টায়ার যেভাবে নতুন হয়

দেশের বিভিন্ন স্থান থেকে পুরোনো টায়ার সংগ্রহ করে তা পরিষ্কার করে দাগ কাটা হয়। ওই টায়ার ঘষে চকচকে করে রূপান্তর করা হয় নতুন টায়ারে। আবার সেই টায়ার বিক্রি করা হয়। দামে কম এবং দেখতে নতুন টায়ারের মতো হওয়ায় অনেকে এসব টায়ার কিনে নিয়ে যান। চট্টগ্রাম নগরের কদমতলী ও দেওয়ানহাট এলাকায় পুরোনো টায়ার সংস্কারের পর বিক্রি করে, এমন ৪০ থেকে ৫০টি দোকান আছে।

কেটে পুনর্ব্যবহারের উপযোগী করে তোলার জন্য স্তূপ থেকে পুরোনো টায়ার নিচ্ছেন একজন।
কেটে পুনর্ব্যবহারের উপযোগী করে তোলার জন্য স্তূপ থেকে পুরোনো টায়ার নিচ্ছেন একজন।
চিমটি দিয়ে টেনে ধরে কাটা হয় টায়ার।
চলছে টায়ার কাটার কাজ।
টায়ার মেরামত করার পর রং করা হচ্ছে।
পুরোনো টায়ারের স্তূপে বসে তা মেরামতের কাজ করছেন একজন।
সাবান দিয়ে পরিষ্কার করা হচ্ছে একটি বড় পুরোনো টায়ার।
পুরোনো টায়ার সংগ্রহ করে দোকানে নিয়ে যাচ্ছেন তিনি।
টায়ারের ওপরের অংশ কেটে জড়ো করে রাখা হয়েছে।
টায়ার কাটতে ব্যস্ত দুই শ্রমিক।
কাটা হচ্ছে টায়ারের ভেতরের টিউব।
টিউবের অংশ কাটার পর ভাঁজ করে রাখছেন দুজন।
বিভিন্ন এলাকা থেকে টায়ার সংগ্রহের পর তা ভ্যানে করে নিয়ে আসা হচ্ছে।