মিরপুরে আনন্দমেলা

রাজধানীর মিরপুর ৯ নম্বর সেকশনের স্বপ্ননগর আবাসিক এলাকায় আজ শুক্রবার দিনব্যাপী প্রথম আলোর আয়োজনে অনুষ্ঠিত হলো ‘আনন্দমেলা’। চিত্রাঙ্কন প্রতিযোগিতা, কুইজ, বিস্কুট দৌড়, চকলেট দৌড়, এমন নানা আয়োজনে আনন্দ ও উত্তেজনাপূর্ণ সময় কাটায় শিশুরা। নারী ও পুরুষ অভিভাবকদের জন্য ছিল ভিন্ন ভিন্ন খেলার আয়োজন। অংশগ্রহণকারীদের অনুষ্ঠান শেষে দেওয়া হয় পুরস্কার।

শিশুদের চিত্রাঙ্কনের মাধ্যমে শুরু হয় আনন্দমেলার আয়োজন।
শিশুদের চিত্রাঙ্কনের মাধ্যমে শুরু হয় আনন্দমেলার আয়োজন।
বায়োস্কোপে ছবি দেখছে শিশুরা।
বিস্কুট দৌড়ে শিশুরা। কার আগে কে যাবে, সেই প্রতিযোগিতা।
মুখ দিয়ে কামড়ে ধরা চামচে মার্বেল নিয়ে ভারসাম্যের খেলায় শিশুরা।
বিভিন্ন স্টলে ভিড় করেন অনুষ্ঠানে আগত মানুষেরা।
পুতুলনাচ চলছে এক কোণে।
রোবটের সঙ্গে নানা অঙ্গভঙ্গিতে শিশুরা।
‘বাবুল্যান্ড’–এর দুই চরিত্রের সঙ্গে হাত মেলাচ্ছে শিশুরা।
নারীরা মিউজিক্যাল চেয়ার খেলায় অংশ নিয়েছেন।
মঞ্চে আনন্দে ভেসেছে শিশুরা।
মঞ্চে শিশুদের সঙ্গে প্রথম আলোর ব্যবস্থাপনা সম্পাদক আনিসুল হক।
কুইজে বিজয়ী নির্বাচনপ্রক্রিয়া পরিচালনা করছেন প্রথম আলোর যুব কার্যক্রমের সমন্বয়ক মুনির হাসান।
বিজয়ী একজন পেয়েছেন বিমান টিকিট।
অন্য পুরস্কার বিজয়ীদের সঙ্গে অতিথি ও আয়োজকেরা।