চট্টগ্রামের এম এ আজিজ স্টেডিয়ামে পর্দা উঠল দ্বিতীয় ইস্পাহানি-প্রথম আলো আন্তবিশ্ববিদ্যালয় ফুটবল টুর্নামেন্টের। গতকাল রোববার সকালে বেলুন উড়িয়ে এই টুর্নামেন্টের জমকালো উদ্বোধন হয়।
৪২ দলের এই টুর্নামেন্টের উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সদ্য সাফজয়ী নারী ফুটবলার কৃষ্ণা রানী সরকার, সাফের সেরা খেলোয়াড় ঋতুপর্ণা চাকমা, জাতীয় ফুটবল দলের সাবেক অধিনায়ক ও টুর্নামেন্ট পরিচালনা কমিটির প্রধান আশরাফউদ্দিন আহমেদ চুন্নু। এবার টুর্নামেন্টের দ্বিতীয় আসরে ঢাকার ২৪টি, চট্টগ্রামের ১০টি, খুলনা ও রাজশাহীর ৪টি করে মোট ৪২টি বিশ্ববিদ্যালয় অংশ নিচ্ছে। চট্টগ্রাম থেকে শুরু হওয়া টুর্নামেন্টের পর্দা নামবে ঢাকায় আগামী ৯ ডিসেম্বর।
পাখির চোখে উদ্বোধনী অনুষ্ঠানগতকাল রোববার ইস্পাহানি-প্রথম আলো আন্তবিশ্ববিদ্যালয় ফুটবল টুর্নামেন্ট ২০২৪-এর উদ্বোধন করছেন অতিথিরাখেলা চলছেউদ্বোধনী অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাফজয়ী বাংলাদেশ নারী ফুটবল দলের সদস্য কৃষ্ণা রানী সরকার ও ঋতুপর্ণা চাকমাউদ্বোধনী ম্যাচে চিটাগং ইনডিপেনডেন্ট ইউনিভার্সিটি ও আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয়ের খেলোয়াড়দের মধ্যে বল দখলের লড়াইদর্শকদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো বাদ্যযন্ত্র হাতে প্রিয় দলকে উৎসাহ দিচ্ছেন এক দর্শকইউনিভার্সিটি অব ক্রিয়েটিভ টেকনোলজির গোলরক্ষকের হাতে ম্যাচসেরার পুরস্কার তুলে দেওয়া হয় ইস্পাহানি-প্রথম আলো আন্তবিশ্ববিদ্যালয় ফুটবল টুর্নামেন্টের স্বপ্নের চ্যাম্পিয়ন ট্রফি