চট্টগ্রামের এম এ আজিজ স্টেডিয়ামে পর্দা উঠল দ্বিতীয় ইস্পাহানি-প্রথম আলো আন্তবিশ্ববিদ্যালয় ফুটবল টুর্নামেন্টের। গতকাল রোববার সকালে বেলুন উড়িয়ে এই টুর্নামেন্টের জমকালো উদ্বোধন হয়।
৪২ দলের এই টুর্নামেন্টের উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সদ্য সাফজয়ী নারী ফুটবলার কৃষ্ণা রানী সরকার, সাফের সেরা খেলোয়াড় ঋতুপর্ণা চাকমা, জাতীয় ফুটবল দলের সাবেক অধিনায়ক ও টুর্নামেন্ট পরিচালনা কমিটির প্রধান আশরাফউদ্দিন আহমেদ চুন্নু। এবার টুর্নামেন্টের দ্বিতীয় আসরে ঢাকার ২৪টি, চট্টগ্রামের ১০টি, খুলনা ও রাজশাহীর ৪টি করে মোট ৪২টি বিশ্ববিদ্যালয় অংশ নিচ্ছে। চট্টগ্রাম থেকে শুরু হওয়া টুর্নামেন্টের পর্দা নামবে ঢাকায় আগামী ৯ ডিসেম্বর।