প্রতিবছর পৌষসংক্রান্তিতে সাকরাইন উৎসবে মেতে ওঠেন পুরান ঢাকার বাসিন্দারা। পৌষ মাসের শেষ দিনে নানা রঙের ঘুড়িতে ছেয়ে যায় পুরান ঢাকার আকাশ। এবারও বাড়ির ছাদে ছেলেমেয়েরা বাহারি সব ঘুড়ি উড়িয়েছে। আগুনের ফুলকিতে উৎসবে মেতেছে সবাই। সন্ধ্যায় শুরু হয় আলোর খেলা ও আতশবাজি। গানের তালে তালে পুরো আকাশ সেজে ওঠে উৎসবের রঙে। ছবিগুলো রোববার তোলা।
কুয়াশার কারণে বৈরী আবহাওয়ায় সকালে ঘুড়ি ওড়ানো কষ্টকর হয়ে পড়ে দুপুরের পর বাতাস বাড়ার সঙ্গে সঙ্গে ছাদে আসতে শুরু করে সব বয়সী মানুষ ঘুড়ির লাগাম লাটাইয়ে অনেক ছাদে ঝুঁকি নিয়ে আলোকসজ্জার কাজ করা হয় ছাদে নির্মিত পানির ট্যাংকের ওপরে উঠে ঘুড়ি ওড়ানোয় মগ্ন একদল কিশোর আকাশে অনেক ঘুড়ির মধ্যে নিজেদের ঘুড়ির গতিপথ দেখায় মগ্ন তারাঘুড়ি ওড়ানোর চেষ্টায় দুই তরুণী ঘুড়ি ওড়ানোয় মেতেছে শিশুটি সন্ধ্যা নামতেই চারপাশে দেখা যায় লেজারের ঝলকানি লেজারের সঙ্গে সঙ্গে চলে আতশবাজির হল্কা লেজার শো ও বর্ণিল আতশবাজিতে রঙিন হয়ে ওঠে আকাশ ঐতিহ্যবাহী সাকরাইন উৎসবে এটাই পুরান ঢাকার চিরচেনা রূপ