প্রতিবছর পৌষসংক্রান্তিতে সাকরাইন উৎসবে মেতে ওঠেন পুরান ঢাকার বাসিন্দারা। পৌষ মাসের শেষ দিনে নানা রঙের ঘুড়িতে ছেয়ে যায় পুরান ঢাকার আকাশ। এবারও বাড়ির ছাদে ছেলেমেয়েরা বাহারি সব ঘুড়ি উড়িয়েছে। আগুনের ফুলকিতে উৎসবে মেতেছে সবাই। সন্ধ্যায় শুরু হয় আলোর খেলা ও আতশবাজি। গানের তালে তালে পুরো আকাশ সেজে ওঠে উৎসবের রঙে। ছবিগুলো রোববার তোলা।