ঐতিহ্যের নৌকাবাইচ

বগুড়ার গাবতলী উপজেলার তরণীহাট–সংলগ্ন ইছামতী নদী। সেই নদীতে গ্রামবাংলার ঐতিহ্যবাহী নৌকাবাইচের আয়োজন করা হয়েছিল। নৌকাবাইচ দেখতে সেখানে আসেন হাজারো মানুষ। নানা রঙের পোশাক পরে খেলায় অংশ নেয় বাইচের নৌকা। ঢাকঢোলসহ নানা বাদ্যের তালে তালে ছিল সারিগান। নৌকাবাইচ দেখতে এসে আনন্দ-উল্লাসে মাতেন বিভিন্ন গ্রামের হাজারো মানুষ। বাইচে বাহারি নামের নৌকা অংশ নেয়। নৌকাগুলোর নাম বিজয় নিশান, ইনশা আল্লাহ, রাখে আল্লাহ মারে কে, নয়নের মণি, সততা, উড়ালপঙ্খি, আল্লাহ ভরসা ও আলিশান এক্সপ্রেস। গাবতলীর বালিয়াদিঘী ইউনিয়ন শাখা কমিউনিটি পুলিশের উদ্যোগে নৌকাবাইচে গাবতলী, শাজাহানপুর ও শেরপুর উপজেলার ১১টি নৌকা অংশ নেয়। এতে গাবতলী উপজেলার কালাইহাটা গ্রামের উড়ালপঙ্খি নৌকা বিজয়ী হয়। গতকাল শনিবার এই নৌকাবাইচ খেলা অনুষ্ঠিত হয়।

কিনারা ও নদীজুড়েই মানুষের ঢল। উপভোগ করছেন বাইচ খেলা।
কিনারা ও নদীজুড়েই মানুষের ঢল। উপভোগ করছেন বাইচ খেলা।
পাল্লা দিয়ে ছুটে চলছে বাইচের নৌকাগুলো। উপভোগ করছেন নদীর দুই তীরের হাজারো মানুষ।
নদীর তীরে হাজারো দর্শক উপভোগ করছে বাইচ খেলা।
সারিগানের সঙ্গে ছুটে চলছে বাইচের নৌকা।
কে কার আগে যাবে, চলছে প্রতিযোগিতা।
করতাল বাজিয়ে আনন্দ উপভোগ।
নদীর তীরে দাঁড়িয়ে বাইচ খেলা উপভোগ করছেন দর্শকেরা।
রংবেরঙের পোশাকে অংশ নিয়েছেন বাইচের নৌকার চালকেরা।
পাল্লা দিয়ে চলছে বাইচের নৌকা।
আবহমান গ্রামবাংলার ঐতিহ্যের সাজে সেজে বাইচ দেখতে আসা দর্শকদের আনন্দ দিচ্ছে একদল মানুষ।
নৌকাবাইচের মেলায় বিক্রির জন্য বেলুন নিয়ে ঘুরছেন এক ব্যক্তি।
গ্রামবাংলার ঐতিহ্যবাহী নৌকাবাইচ উপলক্ষে গাবতলীর তরণীহাট এলাকায় দিনব্যাপী মেলা বসেছে। মেলায় দল বেঁধে আসছে মানুষ।