মণিপুরি রাসনৃত্য

মণিপুরি সম্প্রদায়ের প্রধান ধর্মীয় উৎসব রাস। এ উপলক্ষে ১৯৮৬ সাল থেকে মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার আদমপুরে মণিপুরি সম্প্রদায় রাসমেলার আয়োজন করছে। এই মেলার উদ্দেশ্য বিশ্বশান্তি, সম্প্রীতি ও মানবপ্রেমের বার্তা দেওয়া। রাস মূলত শ্রীকৃষ্ণের ব্রজলীলার অনুকরণে বৈষ্ণবীয় ভাবধারায় অনুষ্ঠিত ধর্মীয় উৎসব। প্রতিবছর শীতকালে হাজার হাজার দর্শনার্থী কমলগঞ্জে আসেন। রাতভর চলে রাসনৃত্য। নৃত্যশিল্পীদের পোশাক ও সাজ নজর কাড়ে সবার। ছবিগুলো সোমবার রাতে আদমপুরের তেতেইগাঁও মধুমঙ্গল শর্মার মণ্ডপ থেকে তোলা।

নৃত্য শুরুর আগে বিশেষ পোশাক পরে প্রস্তুত এক শিশু
নৃত্যের বিশেষ পোশাক ঠিক করে দিচ্ছেন একজন
শুরু হলো রাসনৃত্য
রাসনৃত্য শুরুর প্রথম ধাপ এটি
একই ধরনের পোশাক পরে নৃত্যে অংশ নেন শিল্পীরা
রাসনৃত্যে রাধার রূপে শিশু
বাঁশি হাতে কৃষ্ণ। টাকা দিয়ে সাজানো হয়েছে কৃষ্ণকে।
চলছে দলীয় রাসনৃত্য, বাঁশি হাতে আছে কৃষ্ণ
রাধাকে সামনে রেখে চলছে দলীয় রাসনৃত্য
নৃত্যের তালে নৃত্য পরিবেশন করছেন শিল্পীরা
মনোযোগ দিয়ে দেখছেন রাসনৃত্য
ধর্মীয় সংগীত পরিবেশন করছেন ভক্তরা
চেয়ারে বসে রাসনৃত্য উপভোগ করছেন নারীরা
এভাবে সারা রাত রাস নৃত্য পরিবেশন করেন মণিপুরি শিল্পীরা