আড়াই শ বছরের বটগাছ

বগুড়ার কাহালু উপজেলার প্রতাপপুর গ্রাম। কথিত আছে রাজা প্রতাপ সেনের নাম অনুসারে গ্রামটির নামকরণ হয়েছে। গ্রামে প্রায় আড়াই শ বছরের এক বটগাছ এখনো মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে। এক সময় প্রায় আড়াই একর জায়গাজুড়ে গাছটির ডালপালা ছড়িয়ে ছিল। তবে গাছটির এখন ভঙ্গুর দশা। ১৩ থেকে ১৫টি মোটা ডাল ভেঙে গেছে। আগের মতো জৌলুশ না থাকলেও এখনো প্রায় দেড় একর জায়গাজুড়ে ছড়িয়ে আছে গাছটির ডালপালা।

প্রায় আড়াই শ বছরের বটগাছ এখনো মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে
প্রায় আড়াই শ বছরের বটগাছ এখনো মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে
বিস্তৃত জায়গাজুড়ে ছড়িয়ে আছে প্রাচীন বটগাছটির ডালপালা  
বটগাছে বসে আছে কাঠঠোকরা
গাছের পুরোনো পাতা ঝরে নতুন পাতা গজাচ্ছে
১৩ থেকে ১৫টি বড় ডাল ভেঙে গেছে গাছটির
প্রতাপপুর গ্রামে প্রাচীন বটগাছটির অবস্থান
বটগাছের পাশ দিয়ে হেঁটে যাচ্ছেন এক ব্যক্তি
গাছের আশপাশে খড় স্তূপ করে রাখা হয়েছে
গাছের শেকড় ছড়িয়ে গেছে বহুদূর। শেকড়ের ওপর দিয়ে হাঁটছেন এক ব্যক্তি