হাওর-বিলের প্রাকৃতিক পরিবেশে মহিষ ও বকের সম্পর্কটি বেশ আকর্ষণীয়। হাওর কিংবা মাঠে খাওয়ায় ব্যস্ত থাকে মহিষের পাল। সেখানে মহিষের পিঠে ও আশপাশে বিভিন্ন জাতের বক ভিড় করে খাবার শিকারের জন্য। মহিষের শরীরে বসে থাকা পোকামাকড় খাওয়ার জন্য বকগুলো মহিষের পিছু নেয়। মহিষের গায়ে থাকা ছোট ছোট পোকামাকড় খেয়ে বকগুলো খাবারের চাহিদা পূর্ণ করে। বক-মহিষ মিলেমিশে সারা দিন মাঠে খাবার খায়। এ যেন প্রকৃতির এক নীরব সহযোগিতায় বক-মহিষের বন্ধুত্ব। ছবিগুলো সিলেটের জৈন্তাপুর উপজেলার কাটাগাঙ এলাকার ‘বেড়ীবিল’ থেকে সম্প্রতি তোলা