সাম্প্রতিক বন্যার পর কুমিল্লার বুড়িচং উপজেলার গোমতী নদীর চরে কয়েক শ একর জমিতে আলুর চাষ করা হয়েছে। এখন সেই আলু তোলার পালা। নতুন আলুর বাজারদরও ভালো। তাই খুশি কৃষকেরা। দল বেঁধে আলু তোলায় ব্যস্ত সময় পার করছেন তাঁরা। পাইকারেরা জমি থেকেই এসব আলু কিনে নিচ্ছেন। সেখান থেকে আলু যাচ্ছে দেশের বিভিন্ন জেলায়। গোমতীর চর এলাকায় আলু উত্তোলনের ছবি নিয়ে এই গল্প।