আড়তে আম বেচাকেনা

সাতসকালেই বগুড়ার আড়তে বিভিন্ন ফলের বেচাকেনা জমে ওঠে। আড়তে এখন আমই বেশি। আজ বুধবার সকালে আড়তে সবচেয়ে বেশি বিক্রি হতে দেখা গেছে আম্রপালি, হিমসাগর, বারী-৪, বানানা ম্যাঙ্গো ও হাঁড়িভাঙা আম। আমগুলো বেশির ভাগই রাজশাহী, চাঁপাইনবাবগঞ্জ, নওগাঁ, ঠাকুরগাঁও ও রংপুর অঞ্চলের। আড়তে বাহারি জাতের আম বেচাকেনার ছবি নিয়ে এ ছবির গল্প।

সাতসকালেই আড়তে জমে উঠেছে আম বেচাকেনা।
সাতসকালেই আড়তে জমে উঠেছে আম বেচাকেনা।
আম্রপালি আম বাজারে বেশি এসেছে।
বিক্রির জন্য বিভিন্ন জাতের আম সাজিয়ে রাখা হয়েছে।
ক্যারেটে সাজানো হাঁড়িভাঙা আম।
বানানা জাতের আম।
আড়তে দরদাম করে বিক্রি হচ্ছে বাহারি জাতের আম।
আড়ত থেকে কিনে নেওয়া আম খুচরায় বিক্রির জন্য নিয়ে যাওয়া হচ্ছে।