ধানখেতে টিয়ার ঝাঁক

চট্টগ্রামের রাঙ্গুনিয়ার নিশ্চিন্তাপুর গ্রামে গেলে দেখা মিলবে ঝাঁকে ঝাঁকে টিয়া পাখি। হেমন্তের শেষ আর শীতের শুরুতে এখন গ্রামের বিলে সোনালি ধানের ম–ম গন্ধ। সেই ধানের টানে ছুটে এসেছে টিয়ার ঝাঁক। পাখির কিচিরমিচির ডাকে মুখর এলাকা। নিশ্চিন্তাপুর গ্রাম ঘুরে টিয়ার ঝাঁকের ছবিগুলো সম্প্রতি তোলা।

ঝাঁক বেঁধে নীল আকাশে উড়ে চলেছে টিয়া পাখি
ঝাঁক বেঁধে নীল আকাশে উড়ে চলেছে টিয়া পাখি
টিয়ার ঝাঁক উড়ে চলেছে এক ধানখেত থেকে আরেকটিতে
গাছের ডালে দল বেঁধে বসে আছে টিয়া পাখি
ধানের খোঁজে খেতে নামছে টিয়ার ঝাঁক
ঝাঁক বেঁধে ধানের খেতে উড়ে এসেছে টিয়া পাখি
ধূসর ধানখেতের ওপর উড়ছে সবুজ টিয়ার ঝাঁক
গাছের ডালে উড়ে এসে বসেছে দুটি টিয়া
পাতার ফাঁকে টিয়া পাখিগুলোকে চেনাই দায়
জমিতে ঝাঁক বেঁধে ধান খুঁজছে টিয়া পাখি
ধান খাওয়ার পর উড়াল দিয়েছে একঝাঁক টিয়া পাখি
পড়ন্ত বেলায় নীড়ে ফিরছে টিয়ার ঝাঁক